মৃত্যু তোমাকে করে নিস্তব্ধ
আমাকে করে কল্পনাপ্রবণ ,
অশরীরী অন্ধকার তোমায় করে আপন
আমাকে অদৃশ্য মায়াবী সময় করে স্পর্শ ।
যে নৈশব্দ পাতালপুরীতে ,
আমার ধরণীপাত্রে তা উন্মাত্তাল ,
বিস্মৃতিতে মিশে আছে সাড়ে তিন ফুট গভীরতার ঘর
আমার কাছে তা বিস্বাদের নাম।
মৃত্যু তোমার কাছে মাটির গল্প
আমার কাছে অশ্রু ,
তুমি যতটা মৃত
আমার কাছে তার চেয়ে ঢের বেশি জীবিত ।
মৃত্যু আমাকে কাঁদায়ে যায়
তোমাকে করে স্মৃতি ,
মৃত্যু তোমাকে আলিঙ্গন করে
আমাকে দেখায়ে যায় ভয় ।
।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




