
স্বপ্ন ছোঁয়া যায় , তা ধরে রাখা কি সম্ভব ? আবেগ ভালোবাসা কষ্টের নন্দনশৈলী ঘিরে বেড়ে ওঠা ছবির গল্প । ১১৮ মিনিটের ইংরেজি ও স্পেনিশ ভাষার চলচ্চিত্র Goal! The Dream Begins মুক্তি পায় ২০০৫ সালে। স্বপ্ন দেখা এক তরুণের ফুটবলার হয়ে ওঠার জীবন নিয়ে আবর্তিত মুহূর্তগুলোর অবেচ্ছেদ্য অংশ ফুটে ওঠেছে ছবির ফ্রেমে । মাইক জেফ্রির গল্প অবলম্বনে ছবির কেন্দ্রীয় সান্তিয়াগো মুনেজ চরিত্রে অভিনয় করেছে কুনোবেকার,ছবিটি পরিচালনা করেছেন পরিচালক ড্যানি কেনন ।
একজন ফুটবল খেলোয়াড়ের আবেগ ধরা পড়েনা প্রায়সময় তার পরিবারের কাছে । পরিবার প্রায়সময় চায় ছেলেটা লেখাপড়া করুক কিন্তু একজন খেলোয়াড়ের ভেতরের আবেগ একমাত্র খেলোয়াড় নিজেই বুঝতে পারে । একজন স্ট্রাইকার যখন তার পায়ের ছোঁয়ায় বলটিকে সামনের দিকে নিয়ে ছুটে চলে তখন মনে হয় যাবতীয় স্বপ্নগুলো সেই বলের সাথে ছুটে চলছে । কি আবেগ কি বিষাদ সব যেন মাঠের ওই বলটির মধ্যেই আছে । একটি গোল দেয়ার অনুভূতি কতটা ছুঁয়ে যায় গোল দেয়া খেলোয়াড়টিকে তা সেই মানুষটা ব্যতিত কেউই উপলব্দি করতে পারেনা । বল ছুটে চলে সাথে স্বপ্ন ছুটে চলে, আর তার স্বার্থক রুপ পায় বিপক্ষে দলের গোলপোস্টে যখন বলটি যায় । একটি গোল একটি মুহূর্তের অনুভূতি, মাঠজুড়ে দর্শকের করতালি কিন্তু সেই একটি গোল দিতে কিংবা এ অবস্থানে আসতে যে কাঠখোর পোড়াতে হয় খেলোয়াড়টিকে তা কতজন জানে ? পিছনের গল্পেরও আরও অনেক পিছনে থেকে যায় আরও পেছনের গল্প । সেই গল্পে তিক্তটাই বেশি ফুটে থাকে ।
Goal! The Dream Begins একটি স্বপ্নের শুরু হওয়ার গল্প । এক তরুণের গল্প নিয়ে ছবির গল্প । যেখানে ছুটে চলা বলের সাথে ছুটে চলে তরুণের ফুটবলার হয়ে ওঠার স্বপ্ন । আবেগ-ভালোবাসা সব ফুটবল কেন্দ্রিক তরুণ সান্তিয়াগো’র । যার বাবা চায় না সে এ ফুটবল খেলার জীবনটা বেছে নিক , কিন্তু অদম্য ইচ্ছা তার সে একদিন বড় ফুটবল দলে খেলবে । স্বপ্ন মানুষ দেখেইতো স্বপ্ন ছোঁয়ার জন্যে , তাই তরুণ সান্তিয়াগো ছুটে চলে তার স্বপ্নের সাথে দুর্নিবার গতিতে । এ জীবনে স্বপ্ন ঘুরে দুই দলের একটি বলকে ঘিরে , আর কাংখিত গোল দিয়ে যে দল এগিয়ে থাকতে পারে শেষ বাঁশি বাজার আগে সেই দলই বিজয়ী । সেই দলই স্বপ্ন ছুঁতে পারে, সে দলের খেলোয়াড়রাই পারে মানুষের কাছে কিংবদন্তী হয়ে উঠতে । সান্তিয়াগো স্বপ্নচারী ফুটবল জগতের মানুষ , যার অস্তিত্বে রক্তে ফুটবল মিশে গেছে । সেখানে তার ধ্যান-জ্ঞান যাবতীয় ভালোবাসা গোল এ ফুটবল ।
ম্যাক্সিকান পরিবার হারনান মুনেজের বড় ছেলে সান্তিয়াগো , তার ইচ্ছে তার পরিবারের হাল ধরবে একসময় তার বড় ছেলে । কিন্তু ফুটবল খেলা পাগল এই ছেলে শহরের এক স্থানীয় ক্লাবে খেলে । তার স্বপ্ন একদিন ফুটবল দল নিউক্যাসেলে খেলবে , তার দাদী ভাই তার খেলা দারুণভাবে উপভোগ করে , তার বাবার কাছে সে অপাংক্তেয় এজন্যে । কিন্তু এ ফুটবলারের ভাগ্যে তাহলে আসলে কি হয় ? সে কি নিউক্যাসেলের জার্সি গায়ে নিয়ে খেলতে নামবে নাকি মাঝপাথে এ বড় আসরের জগত থেকে চলে আসতে হবে ? বল যেভাবে ছুটে চলে তার পায়ের জাদুতে তেমনি ছবির গল্পতেও জাদুর অবস্থান কি হবে ? আসলে কি সে সেই এগারোজন খেলোয়াড়ের মধ্যে সেই সৌভাগ্যবান খেলোয়াড় হতে পারবে যার পায়ের ছোঁয়ায় গোল হবে , যে হয়ে উঠবে মানুষের কাছে কিংবদন্তী খেলোয়াড় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




