গত কয়েকদিন ধরে ফেইসবুকের হোম পেজে শুধু ইসরায়েলের নারকীয় বীভৎসতার ছবি দেখেই যাচ্ছি। কিছুই বলতে পারছিনা আর কিবা বলারই আছে!!!কিছু কিছু ছবি দেখে নিজের অজান্তেই চোখের কোণে পানি চলে আসছে। তবে যে ছবিটা আমাকে সবচেয়ে বেশী বাকরুদ্ধ করে দিয়েছে সেটা হল তিন বছরের শিশু রানা আরাফাত ইউসুফের নিষ্পাপ মুখটা এবং তার পাশেই বোমায় অগ্নিদগ্ধ রানান
ছবিটা যতবারই দেখি এত কষ্ট পাই যে বলে বুঝাতে পারবোনা কিন্তু তারপরেও দেখি, বারবার দেখি। কয়েকদিন আগে পাকিস্তানের এক মালালা ইউসুফকে নিয়ে কত না কিছুই হয়েছে। বিশ্ব মানবতা, সুশীল সমাজ , প্রথম আলো এবং সুলতানা কামালরা কত চোখের পানি ফেলেছেন, পত্রিকার পাতায় ঝড় তুলেছেন। সেই মালালা ইউসুফ এখন লন্ডনের ফাইভ স্টার হোটেলে দিন কাটায়, দুই পর নাকি আবার নোবেল শান্তি পুরস্কার পাবে!!!!ধইনচ্চার দল বিশ্ব মানবতা, সুশীল সমাজ, প্রথম আলো এবং সুলতানা কামাল এখন তোরা কোথায়? কোথায় এখন তোদের কলম আর পত্রিকার পাতা?!!!তোদের চোখে কি রানা আরাফাত ইউসুফের মত শত শত মালালাদের ছবিগুলো পড়েনা নাকি তোরা অন্ধ হয়ে গেছিস। জানি তোদের এইসব বলে কিছুই হবে না। তারপরেও বলি শুনে রাখ, রানা আরাফাত ইউসুফরা হবে জান্নাতের পাখি, জান্নাতের ফুল আর তোরা, তোদের মালালা ইউসুফরা হবে জাহান্নামের ইন্দন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


