আমার বউয়ের সাথে আমার সবকিছুতেই মিল, এমনকি আমার গলার বাঁপাশে যে ভাঁজে তিল তারও ঐকই জায়গায় তিল। হানিমুনে যাওয়ার পর থেকেই সে নিজেকে অতি বিজ্ঞানী হিসেবে আবিষ্কার করলো, আমার অজ্ঞাত আমারই শরীরের বিভিন্ন স্থানের তিল আবিষ্কার করে।
তিলের মিলে যদি শেষ হয়ে যেত তবে কোন কথা ছিল না, তার ভাষ্যমতে আমি তাকে প্রতিটা কাজই 'কপি' করি! আমার কাউকে অনুকরন করার মতো অভ্যাস কোনকালেই ছিল না, আর প্রতিটা কাজ আমিই আগে করি তারপরও মিথ্যে এ অপবাদ দিলেই তার সাথে আমার কিছু খুনসুটি হয়। খুনসুটিগুলো এক পর্যায়ে তুই-তোকারিতে চলে যায়; যেমন- এ্যাই তুই আমাকে কপি করছ ক্যান!
আমি চুপসে গেলাম। বাইরে থেকে আমাদের কথোপকথন কান পেতে শুনে নিলেন বড় আপা। তিনি তত্ক্ষনাত তার বোনকে ডেকে নিয়ে বললেন, 'কীরে! জামাইর সাথে তুইতোকারি তো ভালো না। তোরা কি সবসময় এমন করিস?'
বউ হাসতে হাসতে বলে আসলো, 'আমাদের মধ্যে এসব চলেই।'
সে খানিকক্ষণ পর এসে আমাকে এসে এ ঘটনা বলে লুটিয়ে পুটিয়ে হাসতে লাগলো। আমি তাকে বললাম, 'আরে এত হেসো না, পড়ে যাবে।'
সে হাসতে হাসতেই উত্তর দিলো, 'তুমি আছো কী জন্যে তাহলে? ধরবে আমাকে।'
আমি তখন মুখ বাঁকিয়ে উত্তর দিলাম, 'হুহ, আমাকে তো কামলা পাইছোই আটার বস্তা কাঁধে নেওয়ার মতো।'
'কীহ!' তার মুখ পাংশু বর্ণ ধারণ করলো, আর আমি আসন্ন সুনামি থেকে আত্নরক্ষার্থে গোটা তিনেক লাফ দিয়ে বাথরুমে ঢুকে পড়লাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


