আজকে দুপুরে ক্লাস নিয়ে কাওরান বাজার থেকে গুলিস্তানের এক লোকাল বাসে উঠলাম, গন্তব্য শাহবাগ। অন্য সব লোকাল বাসের মত এই বাসেও মহিলা সিটে ৪-৫ জন মহিলা আর বাকিরা ঝুলতে ঝুলতে যাচ্ছি। তো মোড় থে কে ব্লেজার পরা এক ২২-২৩ বছরের এক ছেলে বাসে উঠল। হেল্পার ভাড়া চাইলে ২ টাকা বের করে দিয়ে বলল "১ টাকা ফেরত দেন, শাহবাগ যামু" "কেন?মাথা কি খারাপ? ভাই শাহবাগ তো ২ টাকা ।" হেল্পার এটা বললার সাথে সাথে সে বলল " বাইর হ বাস থেইকা, মাথা নষ্ট আমার, স্টুডেন্ট ভাড়া কত জানছ না?" এগুলা বলে চড়ম হৈচৈ। বাসের ড্রাইভার বলা শুরু করল " ভাই মাফ করে দেন, বুঝে নাই মূর্খ মানুষ" ইত্যাদি ,ইত্যাদি । এদিকে বাসের কয়েকজন এমনি এমনি রাগারাগি শুরু করল। মোট কথা বিচ্ছিরি অবস্থা। শিক্ষিত কয়েকজন আবার হেল্পার কে মারার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিল। মার দেওয়া শুরু করার সময় এক মহিলা চিৎকার দিয়ে বলে উঠলেন" খবরদার, এদের গায়ে হাত দিবেন না , এরা কি মানুষ না, যে নাকি এত দামী কাপড় পরতে পারে সে ২ টাকা ভাড়া দিতে পারে না?" তখন ছেলেটা বলা শুরু করল," বেটা আমার সাথে বেয়াদবি করসে" তখন উনি জবাব দিলেন, " ও তো অশিক্ষিত , আর তুমি তো নিজেকে স্টুডেন্ট দাবি করতেছ, তোমার আচরণ দেখছ?" তখন বাসের সবাই চুপ। সব ঝামেলা শেষ ।
আজকে সেই মহিলা না থাকলে কি যে হত কে জানে। আমি জানি না নিজেকে স্টুডেন্ট দাবি করে এভাবে নিজেকে ছোট করার মানে কি।
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



