আজ ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস । সবাই আজ নারীর অধিকার বা সমঅধিকারের জন্য জোরালো দাবি করছেন। আমাদের সামাজে, পরিবারে সবখানে নারীর অপরিসীম অধিকার নিয়ে আজ সবাই সচেতন।আসলেই কি তাই?
আজকের ঘটনা দিয়ে শুরু করি।
ঘটনা-১:
আমাদের কোম্পানিতে একজন নতুন জয়েন করেছেন একজন প্রকৌশলী এবং দূভার্গ্যবশত উনি নারী। যেহেতু শিফট ডিউটি থাকে তাই তার সাথের জনৈক পুরুষ প্রকৌশলী তার সাথে কাজ করতে কোনো ভাবেই সম্মত না। সে যখন তার বিরক্তি জানাচ্ছিল যে কেনো তাকে " মহিলা"র সাথে দেয়া হয়েছে এবং তখন তার হাতে ছিল নারী দিবস উপলক্ষে প্রকাশিত ক্রোড়পত্র।
ঘটনা -২:
সবাই টাওয়ার এর ওপেনিং টাওয়ারের উপরে ওঠে দেখতে পারলে ও "মহিলা" নিচে দাড়িয়ে ছিল, কারণ তার ওপরে ওঠে টাওয়ার ওয়াচ করা কারো কারো কাছে অশালীন।
ঘটনা-৩: আর সবার মত নিজের একটি নাম এবং উপ- ব্যবস্থাপক হওয়ার পরেও অফিসে তাকে "মহিলা" বলে ডাকে।
এই যদি হয় শিক্ষিত ভদ্র সমাজের অবস্থা , তাহলে নিম্নবিত্ত সমাজে বা অশিক্ষিত সমাজে নারীদের অবস্থা তো সহজেই অনুমেয়।
একজন মানুষ সে নারী পুরুষ যাই হোক না কেনো কোনো নারী কে সম্মান করা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভদ্রতা।
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১২ বিকাল ৫:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



