আমার আছে একটা গল্প পুরনো
আর আছে একটা গান
যা শুনতে তোমার সময় নেই কোন
ছিলোনা ইচ্ছে কখনো
এ ভাবেই সব হারায় আর ফিরে আসে না
নিজেকে ছুঁড়ে দেই বৃষ্টিতে ।
বৃষ্টি ধুয়ে দেয় কান্না জল যা তোমায় নিয়ে
বৃষ্টি দেয় বিদায় দুঃখ যা আজ আমায় ঘিরে ।
আমায় জড়াও এই রাতের যাদুতে
জীবন আজ শুধু নিঃশ্বাসে
দিওনা যেতে আমি বৃষ্টি দেখতে চাই
ভালোবাসা চাই শুরু থেকে ।
~ A song by Topu. Lyrics and tune by Rafa
~ Download here: Click This Link
~ Buy the Album "সে কে" and support the artists if you like the song.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


