এই ব্লগে কেউ দলীয় প্রচারণা চালায়না, জামাতীরা ছাড়া ! এই ব্লগে আওয়ামী লীগররা তাদের নেত্রীর গুণগান গেয়ে পোস্ট দেয় না ! এই ব্লগে খালেদার রূপমুগ্ধ, গুণমুগ্ধরা বা অন্ধভক্তরাও নেত্রীর চাটুকারীতামূলক পোস্ট দিয়ে নিজেদের অন্ধত্ব প্রকাশ করেনা । এমনকি দেশের মহান নেতা, শেখ মুজিবুর রহমানকে নিয়েও কেউ লেখেনা,- 'মহান নেতা শেখ মুজিবের জীবনী' ! জিয়াউর রহমানকে নিয়েও বাড়াবাড়ি করতে দেখিনা, অন্তত আমার চোখে পড়েনি ।
এই ব্লগে কেবলমাত্র চিহ্নিত রাজাকার জামাত নেতা গোলাম আযম নিজামীর প্রচারণা চলে ! দিনের পর দিন ঘৃণ্য এই রাজাকার যুদ্ধাপরাধীদের জীবনী প্রচার হয় ! আর এই যুদ্ধাপরাধীদের ঘৃণ্য প্রচারণার মূল সহায়ক স্বয়ং এই ব্লগাধিপতি,ব্লগঈশ্বর !
বাংলাদেশ আওয়ামী লীগের নৌকায় চড়ে,-আসুন আমরা দরিয়া পার হয়,- এইখানে এই মত ফেরী করেনা কেউ ।
জাতীয়তাবাদী শক্তির পতাকা তলে সমবেত হয়ে,- আসুন বেশী বেশী ধান চাষ করি আর ধানের শীষ খায়-এই শ্লোগানও ফেরী করেনা কেউ !
ছাত্র শিবিরের সুশীতল ছায়াতলে বিশ্রাম নিয়ে, দাঁড়িপাল্লার সমান বিচারে বসে- আসুন আমরা ইসলামকে স্বর্গে পাঠাই- এইখানে এইমত ফেরী করে একদল নোংরা ফেরীওয়ালা ! আর এই নোংরা ফেরীওয়ালাদের স্পন্সর এই ব্লগের অধিপতি; ব্লগঈশ্বর !
"হেই! ইসলাম কিনেন ! ইসলাম কিনেন !!" -স্বিকৃত যুদ্ধাপরাধীদের এইখানে এই চিৎকার আমার কানে সারমেয় সম্প্রদায়ের ঘেউ ঘেউ-এর মত ঠেকে !
কারণ, আমি জানি, এরাই ইসলাম নয় । ইসলাম এদের ঢালমাত্র । ইসলাম এদের বর্ম ! এরা ইসলামকে বেচে খায় !
যুদ্ধাপরাধী এই সারমেয় সম্প্রদায়ের বিরামহীন অত্যাচারে অতিষ্ট প্রাণ । এই বরাহদের খোয়াড়ে লিখতে কি-বোর্ডে হাত চলেনা আমার। আরো অনেকের মতই নিজেকে গুটিয়ে নিতে ইচ্ছে করে । সব পোস্ট মুছে দিতে ইচ্ছে করে ।
কিন্তু সেটা আমি করবোনা । এদের ফাঁদে পা দিয়ে লড়াইয়ের মাঠ ছেড়ে যাব না ! নিস্কন্টক খোলা মাঠে সারমেয় সম্প্রদায় একতরফা গোল দিয়ে যাবে, এ- হতে দিতে পারিনা ।
কারণ, যুদ্ধাপরাধী রাজাকার এই বরাহ নন্দনরা, এই সারমেয় সম্প্রদায় এটাই চাই । সব প্রতিবাদীরা নিজেদেরকে গুটিয়ে নিক, বিস্তীর্ণ এই মুক্ত প্রান্তরে কেবল ওরাই ঘেউ ঘেউ করুক ।
বটম লাইন: হিটলারের জীবনী লিখে এই ব্লগকে ধন্য করি, আসুন । নাৎসী বাহিনীর কার্যক্রম ছিল যৌক্তিক, যথার্থ এবং সাধুবাদ পাবার যৌগ্য । হিটলার একজন মহান নেতা, আসুন এই ব্লগে সেটা প্রমাণ করি । আসুন অনুক্ষণ মহান নেতা হিটলারের মহত্বকে স্মরি !
সেই সাথে নরওয়ের গোলাম আজম হিসাবে কুখ্যাত কুইসলিং এর জীবনী নিয়েও লেখা যেতে পারে।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৭:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




