
খুব সহজেই ছোট ফুলগুলো চোখের আঁড়ালে রয়ে যায়।আমার ইচ্ছে ওদের খুঁজে খুঁজে বের করা।

উপভোগ করুন জীবনের প্রতিটি মুহূর্ত।

খুব ছোট্ট ওরা, খুব ছোট।

প্রতিটা ফুল চক্ষু শীতলকারী।

ভুলে যাও সকল ভালোবাসা তবুও ফুলকে ভুলে যেও না।

গিয়ে বলি নির্লজ্জের মতো 'তোমাকে আমার চাই।'
সময়ের কন্ঠসরে সেই কথা বাজে বারে বারে
বিমগ্ন ইচ্ছের কারসাজিতে;অস্থির প্রাণ তার দিকে চেয়ে
সাগরের মত উথাল পাথাল ঢেউয়ে কাঁপছি এমন
ঠিক তখনি সে বলল নিরবতার পাহাড় ভেঙে
ভালোবাসো?
যদি তাই তবে সবার আগে ভালোবাসো ফুল,ভালোবাসো সবুজ
ভালোবাসো তোমার তুমিকে।

©রুবাইদা গুলশান
মোবাইল ফটোগ্রাফি
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




