হারালে হারায় যে জন
কে রাখে সে খবর
কবে কোথা হতে নদী গেলো বেঁকে!
যা যায় সে যাবার জন্যই যায়
যে রয়ে যায়, সে তো বিনা কারণেই যায়!
তবুও খুব নিশ্চয়তা নিয়ে যে থাকে বসে
খুব অনিশ্চিত সময়ের হাতে হাত রাখে সে
যে ছিলোই না তাকে যে ধরে রাখে
হারটা বলো -এখানে কার ঝুড়িতে ঝিকঝিক করে।
তুমি নেই -সত্যি কি নেই!
কিছু বিশ্বাস অবিশ্বাসের মতো লাগে!
কিছু ভালোবাসা হীরন্ময় হয়ে হৃদয়ে থাকে।
পেয়ে যা হারাই মানুষ
তার ব্যথা কেউ কি লুকাতে পারে?
রুবাইদা গুলশান
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০২৫ রাত ২:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


