তোমরা যারা আমায় অচ্ছুৎ বলে ভাবো
এটুকু জেনো, সূর্যও পায়না কোন হাতের স্পর্শ
আলোক আর উষ্ণতা দিয়ে শুধু জানান দেয়
সে জেগে আছে
যেমন রাতের বুকে জেগে রয় অগুনতি নাম না জানা নক্ষত্র
লক্ষ কোটি আলোকবর্ষ দূর হতেও
অস্তিত্তের ঘোষণা দেয় আলোর বিন্দু জ্বেলে দিয়ে
মোহ -মায়া-ভালবাসার মতো এদেরও ছোঁয়া যায়না
ক্ষনজন্মা রংধনু যেমন বেঁচে রয় শুধু কিছুক্ষণ
বুকে নিয়ে সাতরঙা তুলির আঁচড়
নির্জনতা - নির্মলতা আর সৌন্দর্যের মতো
তাকেও অচ্ছুৎ ডেকো, পায়নিকো যে পর হাতের পরশ
যে সময়কে মুঠোয় নিতে চায় প্রতিটি মানুষ
আর ঐ মেঘমালা রাতের স্বপ্নসম জেনো অধরা,
আরো অচ্ছুৎ জেনো ঐ ধূমকেতু, নিজ হতে ছুটে যায়
ধ্বংসের দিকে, তবু কিছুটা সময় আলোর মশাল বুকে নিয়ে
ক্ষমা – দয়া – মহত্ত্বর মতো ওদেরও অচ্ছুৎ জেনো
যেভাবে আমায় অচ্ছুৎ ভাবো, আমিও অচ্ছুৎ
হয়ে যদি... জ্বেলে দিতে পারি কিছু পরম দীপশিখা
কোমায় চলে যাওয়া বিবেকগুলোতে, তবে আমি রাজী আছি...।
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



