বহুদিন আগের ঘটনা, একটি সুন্দর সকালের কিছুটা স্মৃতি!
একছিল টোনা আর একছিল টুনি,
টোনার ঘুম অনেক আগেই ভেঙে গিয়েছে কিন্তু টুনির চোখে তখন আধো আধো ঘুম,
টোনা জানালার ধারে পায়চারি করছে আর সুন্দর সকালের মিষ্টি পরিবেশকে উপভোগ করছে।
হঠাৎ নিজের অজান্তেই টোনা টুনের পাশে গিয়ে বসল, অতঃপর টুনির চুল গুলকে কপাল থেকে সরিয়ে ঠিক সাজিয়ে কানে গুজতে থাকল
আর বলতে থাকল,
"ঘুম থেকে ওঠো, সকাল হয়েছে
হরেক রকমের কিচির-মিচির শব্দ চারিদিক, তোমার কি একটু ও বিরক্ত বোধ হচ্ছেনা ?
নদীর ধারে বসে ভাবছিলাম তোমায় নিয়ে,
শিশির কনাগুলো তোমার অপেক্ষাতে ঝরে যেতে শুরু করেছে,
ওদিকে কাশবনের কোলে মৃদু বাতাস হাতচ্ছানি দিচ্ছে তোমায় ছোঁয়ার অপেক্ষাতে,
আর তাই তোমাকে বলছি, ওঠো সকাল হয়েছে"
বিঃদ্রঃ ভাই/বোন সকল আমি একজন সাধারণ মানুষ। মনে রাখবেন আমি কবি না। আর এইটা বহুদিন আগের ঘটনা না

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



