সুধী মন্ডলী,
গত কয়েক দিন যাবত একটি জিনিষ আমার মাথায় ঘুর পাক খাচ্ছে।
একটু হেল্পানঃ
১ বিয়ের পরে কি খালি আমাকে গাধা হয়েই থাকতে হবে ?
২ নিজের চেহারা পাল্টে কি বউ এর মতন করে সাজতে হবে ?
৩ নিজের কামানো টাকার পুরোটাইকি তিনাদের হাতে তুলে দিতে হবে ?
৪ নিজের পছন্দের রঙকে পাল্টে তাদের মতন করতে হবে ?
এই সব প্রশ্ন আসলো, ফেসবুকের কতিপয় বন্ধু প্রফাইল পিকচার দেকে। নাম দিয়ে সার্চ করতেই একটু ভড়কে গেলাম, "ওমা এইটা কে ?" পরে ভাল করে খেয়াল করে দেখি ও আমারই বন্ধু!!! কিন্তু প্রফাইলে খালি বউ এর ছবি দেয়া
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১২ বিকাল ৩:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



