আজকাল সবাই দেখি যুদ্ধাপরাধীদের বিচার চায়। আমি বুঝতে পারিনা বিচার বলতে তারা কি বুঝাতে চান? যুদ্ধাপরাধীদের আদালতের কাঠগরায় দাড় করানো হবে, তাদের আত্মপক্ষ সমর্থন করতে দেয়া হবে, তার পরে আমাদের মহামান্য বিচারক (ফয়সল মাহমুদ ফরাজীর মতন কেউ) বিবেচনা করে দেখবেন তারা আসলেও অপরাধী কিনা, এর পরে তাদের শাস্তি দেয়া হবে এরকম? যদি এরকম কিছু তারা চেয়ে থাকেন তাহলে আমি যুদ্ধাপরাধীদের বিচার চাইনা। সব সম্ভবের এই দেশে যদি তারা মন্ত্রী হতে পারেন তাহলে আমাদের বিচারকরা যে তাদের নির্দোষ বলে ঘোষনা দেবেন না এর নিশ্চয়তা কি? পরে আজ তারা যা বলে থাকেন এই দেশে নাকি কোনো যুদ্ধাপরাধী নাই তা আইনগত বৈধতা পেয়ে যাবে। তারা হাসতে হাসতে স্বাধীনতা ও বিজয় দিবসে প্রধান অতিথির বক্তব্যে বলবেন ১৯৭১ আসলে ভারতের ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়। আমি তাদের এই সুযোগ দিতে চাইনা।
আমি চাই গোলাম আযম, সাঈদী, নিজামী, মুজাহিদ, সা কা চৌধুরী সহ সকল রাজাকার, আলবদর, আলশামস, ১৯৭১ এ যারা পাকিস্তানী সেনাবাহিনীর সাথে মিলে এদেশের বিরুদ্ধে অংশ নিয়েছিল, ৩০ লক্ষ লোক হত্যা করেছিলো, লাখো নারীকে নির্যাতন করেছে, জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের ও বুদ্ধিজীবিদের হত্যা করে এদেশকে পঙ্গু করতে চেয়েছে তাদের যেন ফাসি দেয়া করা হয়। এরা যে অপরাধী তা বুঝতে কোনো বিচারের দরকার নাই। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এদের মৃত্যু চাই। আমি নিশ্চিত আমার সাথে ১৫ কোটি বাঙ্গালীও একমত হবেন। ফাসির মঞ্চে জল্লাদের অভাব পড়লে আমি নিজে এই পুন্য দায়িত্ব পালনে রাজী আছি।
বর্তমানে কিছু আওয়ামী লীগ বিরোধী পোস্ট দেখা যায় যাতে লেখা থাকে আওয়ামী লীগ নাকি লগি বৈঠা দ্বারা মানুষ হত্যা করেছে। আমি বুঝতে পারিনা মানুষ বলতে তারা কাকে বোঝাতে চায়? আমি তো TV তে দেখলাম বিপ্লবী জনতা একজন জামাত শিবিরের কর্মী কে পিটিয়ে মেরেছে। জামাত শিবিরের কর্মী আবার মানুষ হলো কবে থেকে? মুক্তিযোদ্ধারা যখন পাক হানাদার বাহিনী ও রাজাকারদের হত্যা করেছিলো তখন কি আমরা বলেছিলাম তারা মানুষ হত্যা করেছে? পাক হানাদার বাহিনী ও রাজাকারদের হত্যা করাকে সমর্থন করতে পারলে আমি জামাত শিবিরের কর্মী হত্যা করাকেও সমর্থন করি। আমি আশাবাদী অচিরেই আরেকটা মুক্তিযুদ্ধ হবে, দেশকে রাজাকার থেকে মুক্ত করার যুদ্ধ আর আমি যেন সেই যুদ্ধে নিজামী, গোলাম আযমদের নিজ হাতে হত্যা করতে পারি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



