এইচএসসি পরীক্ষা পুনর্বিবেচনার জন্য সরকারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে একটা মেয়ে। তার নাম না হয় গোপণই থাক।
সেই রিট নিয়ে আগামী প্রজন্মের ছেলেদের কিছু মন্তব্য দিলাম নীচে!
কি ভয়ংকর অসুস্থ্য একটা প্রজন্ম আমরা ভবিষ্যতের জন্য রেখে যাচ্ছি এই দেশে!
ভাবতেই গা শিউরে উঠছে। ভাষাগুলি পড়লে মুখে বমি চলে আসে। মেয়েটা এদেরই সহপাঠী।
দূর থেকেই এই ভাষায় কথা বলছে, সামনে পেলে কি করতো ভেবে দেখুন?
আইন সংস্কার করে হয়তো একদিন দেশের সব ধর্ষকের ফাঁসি দিতে পারবেন।
কিন্তু এমন বিকৃত মানসিকতার ছেলেগুলিই তো বড় হয়ে রেপিস্ট হবে। যেখানে সু্যোগ পাবে সেখানেই ধর্ষন করে বেড়াবে!
এত এত পোটেনশিয়াল রেপিস্ট আছে এই দেশে ভাবতেও অবাক লাগে!
এদের বাবা মাও কি জানে কি ধরণের নরপশুদের এরা জন্ম দিয়েছে?
ফেসবুকে প্রোফাইল পিকের কোন রং কি এদের রূচির পরিবর্তন করতে পারবে?
ফেসবুকে প্রোফাইল পিক সাদা/কালো/লাল/নীল না করে আগে নিজের ঘরে ছেলে সন্তানদের সুশিক্ষা দিন। এটাই সবচেয়ে দরকার এখন।




সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, অক্টোবর ২০২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



