রাতে যারা বাহিরে ঘুমাতো বা স্কুলে যাওয়ার সময় বাচ্চাদেরকে উঠিয়ে নেওয়া হতো। অথবা বিকালে খেলার মাঠ থেকে চকলেটের লোভ দেখিয়ে পথ ভুলিয়ে নেওয়া হতো।
বাচ্চা গুলোকে সাধারণত সিমান্তের ওপারে পাঠিয়ে দেওয়া হতো। এই চক্র শুধু বাচ্চা নয় অনেক সময় যুবতী মেয়েদেরকেও চাকুরির প্রলোভন দেখিয়ে বিদেশে বিক্রয় করে দেয়। যাদের আর ফেরত পাওয়া যায়না।
আমি ভুল না করলে ১৯৯৫ থেকে ২০০৩ সাল পর্যন্ত এই চক্রটা বেশ সক্রিয় ছিলো। এরপর অবশ্য বাচ্চা নয় যুবতী মেয়ে পাচার হতো।
সাম্প্রতিক মুনতাহা নামের একটা বাচ্চাকে পাওয়া যাচ্ছে না-
মুনতাহা নামের ছোট্ট মেয়েটার প্রাণের বিনিময়ে তার পরিবার সবকিছু দিতে রাজি কিন্তু কেউই মুনতাহাকে ফিরিয়ে দিচ্ছেনা। মুনতাহাকে ফিরে না পেয়ে, সে কোথায় আছে কেমন আছে জানতে না পেরে তার পরিবার পাগলের মত কান্না করে দিকবিদিগ ছুটে বেড়াচ্ছে। উল্লেখ্য আজ প্রায় ৭ দিনের অধিক সময় সিলেটের কানাইঘাট থেকে মুনতাহা নিখোঁজ ????। ধারণা করা হচ্ছে মুনতাহাকে বাড়ির পাশ থেকে কেউ নিয়ে গিয়েছে।
#মুনতাহাকে ফিরে পেতে তার পরিবার সকল ফেসবুক ব্যবহারকারী ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সহযোগিতা প্রয়োজন। আপনারা মুনতাহাকে আদরের ছোট্ট মেয়ে, ছোট বোন মনে করে পোস্টটি শেয়ার করে পুরো বাংলাদেশে ছড়িয়ে দিন। আপনাদের একটা শেয়ার ই পারে ছোট্ট মেয়েটাকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে হবে।
যোগাযোগ নাম্বার-
মাহবুব মোরশেদঃ ০১৭৯৯৬৭৫৬২৭
সেলিম আহমদঃ ০১৭৩২৪৭৩৪২৬
শামীম আহমদঃ ০১৭২৮১৮৭৬৫৫
শাহাবুদ্দিন আহমদঃ ০১৭৫৩১১২৪৪৮
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৩৪