
শুধু পুরুষই কেনো ইনকাম করবে? নারীরও কি কিছু কম আছে? সেও ইনকাম করবে।
পরিবারের ভার বহিতে গিয়ে পুরুষ জাতী বড় ক্লান্ত। তার বিশ্রাম দরকার।
আজকে দেখলাম, একটা মিছিলে শ্লোগান দেওয়া হচ্ছে তার সারমর্ম এমন "পুরুষ তান্ত্রিক সমাজের খবর দারি মানি না, নারীদের পরিপূর্ণ স্বাধীনতা চাই।" (একবার দেখছি ভাবার্থ তুলেধরলাম মাত্র।)
পুরুষ জাতী বড্ডো বরবর। নারীদেরকে আটকিয়ে রাখে শুধু। এটা মানা যায় না।
অতিদ্রুত মানুষের এই বৈষম্য দূরকরা হোক। নারীপুরুষ সমান অধিকার দেওয়া হোক।
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০২৫ বিকাল ৩:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


