
অনিচ্ছা সত্ত্বে মনের অজান্তে
লিখে চলেছি গোপন যত ইচ্ছে
গুগোল সার্চ ইঞ্জিন যবে
সার্চ হিস্ট্রি রেখে চলেছি আমরা
চাইলেই মোছা যায় না আর তা-
যাবেও না, জীবনের সকল কর্ম
তৎপরতা। হা হা হা-কি হলো?
চিন্তার বিষয়-হ্যাঁ তাই, এটাই
চিরন্তন সত্য আমি আপনি আমরা
সবাই অদৃশ্য এক বৃত্তে আটকে আছি
অজান্তেই লিখে চলেছি নানা প্রকাশ্য
আর গোপন যা আছে সব নিজেই
নিজে লেখক ও স্বাক্ষী হয়ে আছি
প্রকাশ হবে সকলের সম্মুখে
বিচার দিবসে, মহান রবের আদালতে
আমরা সবাই নিজ জীবনের-
কবি ও লেখক, লিখে চলেছি
জীবনের গোপন ও প্রকাশ্য কবিতা।
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


