লাল নীল বাতিতে অবুঝ ভালবাসা
রঙ্গিন দুনিয়ায় সবই ভালো লাগে
লাল নীল বাতি আর মেকাপের কারুকার্য
শিল্পীর ছোঁয়ায় প্রতিমা হয়ে উঠা রমণী
রমণী তোমার প্রতি শত শত যুবকের তীব্র চাহনি
লাল নীল বাতিতে অপরূপা স্বর্গীয় হাসি
লাল নীল বাতিতে রমণী তোমাকে ভালবাসি
লাল নীল বাতিতে রমণী আমি তোমার ক্ষণিকের ভালবাসা চাই
রমণী তোমাকে লাল নীল বাতির সৌন্দর্যে ভালবাসতে চাই
রমণী তোমাকে ভালবাসতে চাই মেকাপম্যানের নিপুন ছোঁয়ায়
অপরূপ প্রতিমায়
রমণী তোমার ভালবাসায় নিঃশেষ হয়ে যেতে চাই
লাল নীল বাতির আলো-আঁধারিতে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




