তোমার চলন বেলায়-শর্তহীন লাল গালিচা হবে; আমার
লোহিত রক্তকণিকা, অভিশপ্ত হিমোগ্লোবিন..
যেন ঐ কোমল পায়ে-পাথরের কাকঁর না লাগে;
তোমার চলন বেলায়-সম্মুখ পথে-
যদি পরে উত্তাল সমুদ্দুর......
পুলসিরাত হবে, আমার সমাধী
কথা দিলাম; সখি...
তোমার মাথার কিরা; চন্দিমা
আমার কষ্টরা সব নষ্টামির পথে গেছে-
তোমার চলন-বেলায়
আমি তোমাকে ঐ পথে নিয়ে যাবো-না
কথা দিলাম; সখি...
তুমি শুধু এই হৃদয়খানা পোষ্য নেবে কথা দিলে
আমি আর পাগল সন্যাসী হবো-না...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



