ছোট্ট বিছানায় চোখ দুটো বড় বড় করে শু্যে আছে পম্পি।আজ তার জন্মদিন।দেখতে দেখতে ৭ বছর হয়ে গেলো।
অনেক কিছু বুঝতে শিখেছে,রাগ দেখাতে জানে,কেউ কি তাকে অবহেলা করে ২ বছরের বড় রুম্পিকে বেশি আদর করছে কিনা তাও বুঝে।
আজ তার জন্মদিন,অনেক গিফট পাবে। বাহ এটা চিন্তা করতেই চোখ দুটো চকচক করে উঠলো।
বিছানা থেকে নেমেই দৌড়,তাড়াতাড়ি করতে হবে তা না হলে মা বাবা অফিসে চলে যাবে।ব্রাশ করতে করতে ভাবছে নাস্তার টেবিলে গিয়েই দেখবে মা তার জন্য অতি পছন্দের ফ্রুট কাস্টার্ড বানিয়ে রেখেছে।
দিল দৌড়,কিন্তু টেবিল তো ফাঁকা,মা বাবা কেউ নেই।মনটা খারাপ হয়ে গেলো,কাল রাতে কতকিনা চিন্তা করে ঘুমালো,আবার একটু রাগ ও উঠছে নিজের উপর,আর একটু তাড়াতাড়ি ঘুম টা ভাংলেই হতো,জন্মদিনের শুরুটা ভালো হলো না;
রুম্পি পুতুল নিয়ে খেলছে,অনেক আশা নিয়ে তার রুমে গেলো,একটু বসলো,কই জন্মদিনের শুভেচ্ছা তো জানালো না,তাহলে কি আজকে তার জন্মদিন না? :-*
একছুটে স্কুলের ডায়েরী টা দেখে আসলো,নাহ্ তারিখ তো ঠিকই আছে।
ড্রইং রুমে Miss.Martha (বেবিসিটার) বসে আছে।পম্পিকে দেখতেই জড়িয়ে ধরার জন্য হাত বাড়িয়ে বললো
"Oh Honey!you are awake.Come and give me a hug"
Miss.Martha কে জড়িয়ে ধরে পম্পির গলায় কান্না জড়িয়ে আসছিলো, /
পম্মি : "Nothing,I am hungry,can I have my Breakfast,please?"
Miss Martha:"Sure"
ঠোট ফুলি্যে পম্পি বলল"Where is mom?"
Miss Martha :"She has left for office long ago"
পম্পি:"Did she leave any message for me?"
Miss Martha "No honey!come and have breakfast"
নাস্তার টেবিলে বসে দেখলো কাস্টার্ড তো নাই,ডিম পোজ,ব্রেড টোস্ট,চকলেট মিল্ক
Miss Martha "Do you want anything else?"
পম্পি:"No thanks"হঠাত মনে হলো,মা যদি ফ্রিজে কাস্টার্ড বানিয়ে রেখে যায়.
পম্পি:"will you please check if there is any custard in the freeze "
Miss Martha "No honey"
মন খারাপ করে নাস্তা করলো,এরপর নিজে নিজে ভাবলো এতো মন খারাপ করার কি আছে,রাতে মা বাবা অনেক গিফট নিয়ে আসবে।
ড্রইং রুম এ বসে মিকির কার্টুন দেখা শুরু করলো।
বার বার ফোনের দিকে তাকায় এই বোধহয় মা কল করলো,না না মা না বাবা।আচ্ছি রুম্পিও কি ভুলে গেল? আজকে সবার সাথে আড়ি।
বিকাল গড়িয়ে সন্ধ্যা হলো,রাত ন'টায় মা বাবা আসলো।এসে ফ্রেশ হলো, কই কেউ তো জড়িয়ে ধরলো না;
ছোট্ট পম্পির চোখ ঘুমে কাতর।
মা বললেন:"ওরে আমার পম্পি সোনা সারাদিন কি করলে,বেশি দুষ্টুমি করোনি তো?"
পম্পি মুখ ভার করে রইলো।
রাতের খাবার খেয়ে পম্পি শুয়ে পড়লো;
মা আসলো রুমে চাদর ঠিক করতে,মা এর পা এর আওয়াজ পেয়েই,ঘুমের ভান করে চোখ বন্ধ করে রইলো,চাদর ঠিক করে টেবিল গুছাতে গিয়ে মা এর চোখে পড়লো একটা কাগজে ছোট্ট মিকির ছবি আঁকা,মিকি পম্পিকে বলছে "শুভ জন্মদিন"।
মা একবার পম্পির দিকে তাকিয়ে দেখলো ও ঘুম।
দৌড় দিয়ে বাবাকে বলল "আজ তো পম্পির জন্মদিন,আমরা সবাই ভুলে গেছি।ইশ মেয়েটা
অনেক কষ্ট পেয়েছে.আমি ক্যালেন্ডারে এলার্ট সেট করে রেখে ছিলাম ;কেমন বাবা তুমি মেয়ের জন্মদিন মনে রাখতে পারলে না?"
বাবা:"একি প্রশ্ন আমিও কিন্তু তোমাকে করতে পারি"
বিছানায় শুয়ে স্পষ্ট শুনতে পাচ্ছে মা বাবার ঝগড়া,মনে মনে বলল মা বাবা তোমরা প্লিজ থামো,আমার একটুও মন খারাপ হয়নি।
পরদিন সকালে পম্পি স্কুলে যাওয়ার সময় নাস্তার টেবিলে ছোট একটি চিরকুট দেখলো"পম্পি সোনা আজ আমরা তোমার জন্মদিন পালন করব,অনেক অনেক গিফট আনব,গতকালের ভুলের জন্য দু্ঃখিত।"
স্কুলে পৌঁছানোর সাথে সাথে বন্ধু বান্ধবীরা বলল"এই তোমার জন্মদিনে দাওয়াত দিলে না কেন?কি করলা?কি গিফট পেলা?"
পম্পির কাছে কোন উত্তর নেই।
দু ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল,একটু আড়ালে গিয়ে চোখটা মুছল,মা বাবা তোমারা কেন ভুলে গেলে?
-------------------------------------
আমার ছোট বোন স্কুল থেকে এসে আজ আমাকে বলল পম্পির কথা,ভাবলাম সবার সাথে শেয়ার করি।
আমার পক্ষ থেকে সোনা পম্পিকে অনেক শুভেচছা।একটা ছোট Princess doll ও দিলাম,আশা করি ও অনেক খুশি হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



