
এলেই যদি এ সময় কেন?
বেলা শেষে জীবনের এই সন্ধিক্ষণে,
নিস্তরঙ্গ নদীর বুকে যখন আর ঢেউ উঠে না,
... সুরের তালে পায়ের নুপুর আর বেজে উঠে না,
রঙধনুর সাত রং আর চোখে ঝিলিক দেয় না,
প্রানে ঝঙ্কার তোলে না!
ফুলের সৌরভ মনকে চঞ্চল করে না,
কামনার আবেগে চোখের তারা নেচে উঠে না,
ভালো লাগার অনুভুতি ভালোবাসার গভীরে পৌঁছায় না,
চাওয়াকে পাওয়ার আকাঙ্ক্ষায় পর্যবসিত করে না
যখন অনুভূতির দৌরাত্ম্য থেমে যায়,
বুকে হাহাকারের স্তূপ,
তখনই তোমার আগমন,
আচমকা, অকস্মাৎ,
যেখানে আমি
স্থবির, অক্ষম, নিশ্চল ..............
ছবি কৃতজ্ঞতাঃ মেহনাজ/ব্লগ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




