
জানো, খুব ইচ্ছে করছে তোমায় একটা ...
নতুন নাম ধরে ডাকি,
বলো তো কি নাম রাখি?
আকাশ, বাতাস, সমুদ্র, ফুল, লতাপাতা
না পাখি?
না, না এসব তো খুব সাধারন,
তুমি যে আমার অসাধারণ।
তোমায় কি সব নামে ডাকা যায়??????
পেয়েছি, হ্যাঁ, রংধনু
সাতরঙা রংধনু তুমি আমার..........
যেই তুমি না থাকলে আমার জীবনের
কোন রঙই থাকত না।
ফ্যাকাশে মনের ক্যানভাসে
সোনালি রঙ তুলিতে আঁকা
তুমি আমার সেই রংধনু।
যা কখনও মোছা যায় না.......
রোদ বৃষ্টি ঝড়েও অমলিন থেকে যায়,
কথা বলে যায় ইশারায় .....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




