মাত্র একটা ম্যাচ খেলিয়ে লিটন দাসকে বসিয়ে রাখা হয়েছিলো। পারিবারিক কারণ দেখিয়ে লিটনের চলে আসাটা তাই অনাকাঙ্ক্ষিত কিছু নয়।
একজন খেলোয়াড়ের জন্য নতুন পরিবেশে নতুন টুর্নামেন্টে মাত্র এক ম্যাচ যথেষ্ট নয় নিজেকে মেলে ধরার জন্য। পরিবেশ ও পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর জন্য হলেও অন্তত ৩টি ম্যাচ খেলানো উচিত ছিলো তাঁকে।
লিটনের অপমান মানে আমাদের অপমান। এমনটা করে কেকেআরের ম্যানেজমেন্ট টিম কী বার্তা দিলো বুঝলাম না, তবে এতে যে বাংলাদেশে ভারতবিদ্বেষ আরও বাড়বে, তাতে কোনো সন্দেহ নেই। অনেক বাঘা বাঘা খেলোয়াড়ও যে বসে থাকে আইপিএলের বেঞ্চে, তা এদেশের আবেগি জনতা বুঝবে না।
ব্যাপার না লিটন। তুমি আমাদের সেরা ওপেনার ছিলে, আছো এবং থাকবে। হতাশ হইও না। আসন্ন বিশ্বকাপেই ভারতের মাটিতে তুমি নিজেকে প্রমাণ করে দিও।