ইরানের নাগরিকদের উদ্দেশ্যে আবারও সম্প্রীতির বার্তা দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। জানেলেন ইরানিদের বার্তা তিনি পেয়েছেন। নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে এক বার্তায় তিনি ইরানিদের জানালেন, এই খামেনি নেতৃত্বের কারণে তাদের কতটা ক্ষতি হচ্ছে, তারা কতটা পিছিয়ে যাচ্ছেন। ইরানের পক্ষ থেকে ইসরায়েলে গত হামলায় ইরানের প্রায় ২.৩ বিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছে জানিয়ে, তা ইরানের উন্নয়নে কাজে লাগানো যেত বলে মত দেন তিনি। তিনি স্পষ্ট করে বলেন, খামেনির সরকারের কাছে ইরানের উন্নয়নের চেয়ে ইসরায়েলের ধ্বংস বেশি গুরুত্ব পাচ্ছে।
নেতানিয়াহু বলেন, এই অবস্থায় আরেকটি হামলা চালালে ইরানের আর্থিক সক্ষমতার উপরে টান পড়তে পারে, যার ফলে ইরানিদের ভোগ্য অনেক কিছু থেকে তারা বঞ্চিত হবেন। তিনি এই টাকাটা ইরানের উন্নয়নে কাজে লাগাতে উৎসাহিত করেন। ইরানের পানি সমস্যায় ইসরায়েলের আধুনিক প্রযুক্তি নিয়ে পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন। খামেনির রেজিম এর বিরুদ্ধে বক্তব্যের এক পর্যায়ে তিনি প্রতিশ্রুতি দেন দুই দেশ একসাথে সমৃদ্ধির দিকে এগিয়ে যাওয়ার। আবার তিনি এই হুশিয়ারিও দেন যে প্রতিদিন একটু একটু করে শক্তিশালী হচ্ছে ইসরায়েল।
নেতানিয়াহু তথা ইসরায়েল মূলত চাচ্ছে, ইরান ও তার প্রক্সিদের ব্যাপক মিসাইল হামলার জবাবে ইসরায়েল যে স্বল্পমেয়াদী নিয়ন্ত্রিত সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা করে এসেছে, এখানেই এই যুদ্ধের ইতি হোক। কেননা যুদ্ধ মানেই মৃত্যু, যুদ্ধ মানেই খরচ। তিনি স্পষ্টভাবেই বলেছেন, তিনি আর যুদ্ধ চান না, যেমনটা চায় না দুই দেশের নাগরিকরা। কিন্তু খামেনি এই আহবানে কান না দিয়ে আরও ক্ষেপে যাবেন বলেই আমার ধারণা। শীঘ্রই ইরান হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে-- এমন গোয়েন্দা তথ্য হাতে আসার পরেই সময় নিয়ে তিনি বার্তা দিতে এসেছেন বলে আমার ধারণা; যাতে পালটা হামলায় ইরানে ব্যাপক ধ্বংসযজ্ঞ হলে বিশ্ব ইসরায়েলকে শুধু দোষ দিতে না পারে।
কিন্তু, বাস্তবতা হচ্ছে এই-- ইরান আবারও হামলা চালালে এবার ইরানে রক্তের গঙ্গা বইবে। খামেনিসরকারের পতন হতে পারে খামেনির লাশের উপর দিয়ে। বিশেব্যাপী রেজিম চেঞ্জ করায় অভ্যস্ত ডেমোক্র্যাটরা ক্ষমতা ছাড়ার আগেই ইরানের রেজিম চেঞ্জ হয়ে যেতে পারে। এখনও প্রায় ২+ মাস ক্ষমতায় আছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্প আসার পর ইরান আরও স্যাংশান খাবে। তখন খামেনি আর হামলা করার মতো সক্ষমতা রাখবেন না। যা করার তিনি এই ২+ মাসেই করবেন বলে মনে হচ্ছে। করলেই সরকার পতন এবং খামেনির লাশ দেখতে হতে পারে ইরানিদেরকে। দেব দুলাল গুহ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



