সনাতনীরা রংপুরে মহাসমাবেশ করছেন, ভালো কথা। সমাবেশ করার, মত প্রকাশের স্বাধীনতা সংবিধান আপনাকে দিয়েছে।
সারা দেশ ঘুরে আপনারা নিজেদের দাবিদাওয়া তুলে ধরতেই পারেন, ঐক্যবদ্ধ করতেই পারেন নিজধর্মের লোকদের। কিন্তু ভুলেও কেউ জাতীয় পতাকার উপরে কোনো পতাকা বা কাপড় রাখবেন না। এটা জাতীয় পতাকার অবমাননার সামিল।
চট্টগ্রামে বুঝে বা না বুঝে এই কাজ করে বা না করে থাকলেও ফটোশপ করে হিন্দুদেরকে বিপদে ফেলা হয়েছে। উগ্রবাদী জ*ঙ্গী সংগঠনের তকমা দেওয়া হয়েছে। এটা যাতে রংপুরেও না করতে পারে।
প্রশাসনের স্থান পরিবর্তনের সিদ্ধান্ত মেনে নিয়ে ভালো কাজ করেছেন। আজ একটি বিশেষ দিন। তাই নিরাপদ দূরত্বে থাকাই ভালো। সর্বক্ষেত্রে উস্কানি আর উগ্রতা পরিহার করতে হবে।
উস্কানি না দিয়ে ও উস্কানিদাতাদের ফাঁদে পা না দিয়ে শুধু নিজেদের কথা বলে যান। দেয়ালে পিঠ ঠেকে গেলে নিরীহ-নির্বিবাদ মানুষটিও প্রতিবাদী হয়। তবে মনে রাখবেন অনেক ক্ষেত্রে হিন্দুরাই হিন্দুদের বড় শত্রু। সেই তুলনায় মুসলিমরা অনেক হিন্দুর বন্ধু। একাত্তরে অনেক হিন্দুর জীবন বাঁচিয়েছেন মুসলিম প্রতিবেশী বা বন্ধুরা। তাই সকল মুসলিমকেই শত্রু ভাববেন না। ধর্ম-বর্ণ নির্বিশেষে যারা আপনাকে আঘাত করবে শুধু তাদের থেকেই সতর্ক থাকুন।
মনে রাখবেন, সবার উপরে দেশ। আমরা সবাই জাতি হিসেবে বাঙালি আর নাগরিক হিসেবে বাংলাদেশী। তারপর আমাদের যার যার আলাদা ধর্ম। সবার উপরে আছে মানবধর্ম। আমরা সবাই মানুষ। বাইরে থেকে আলাদা দেখা গেলেও আমাদের সবার গঠন একই। একই রকম রক্ত আমাদের শরীরে বইছে। রক্ত লাগলে কেউ হিন্দু-মুসলিম দেখে না। আমাদেরও উচিত সকল বিভেদ ভুলে এক হয়ে দেশের উন্নয়নে কাজ করা। দেশের এই ক্রান্তিলগ্নে আমাদের এক হয়ে দেশকে একটা স্থিতিশীলতার দিকে এগিয়ে নিয়ে যাওয়া ছাড়া আর গতি নাই। দেব দুলাল গুহ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



