
সেনাপ্রধান সুস্থ আছেন। তিনি নিরাপদেও আছেন। গতকাল বৃহস্পতিবার উত্তরের ঠাকুরগাঁওয়ের পরিত্যাক্ত বিমানবন্দরে তাঁকে হেলিকপ্টারযোগে অবতরণ করতে দেখা যায় মর্মে একটি সূত্র জানিয়েছে। সেখানে কিছুক্ষণ অবস্থান করে তিনি সৈয়দপুর বিমানবন্দরে চলে যান।
.
উত্তরের যে অঞ্চলে সেনাপ্রধানকে দেখা গেছে, সেই অঞ্চলটা বৈশ্বিক পরিমন্ডলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা। কেননা পাশেই ভারতের চিকেনস নেকের অবস্থান, যা প্রতিবেশী ভারতের জন্য অত্যন্ত সংবেদনশীল এলাকা। তবে কী কারণে সেনাপ্রধানের এই সফর, তা জানা যায়নি। সম্প্রতি সেনাপ্রধানের উত্তরাঞ্চল তথা রংপুর-লালমনিরহাট এলাকায় সফরের গুঞ্জনও কানে এসেছিলো। তবে বিশ্বস্ত সূত্রে নিশ্চিত না হতে পারায় তা প্রকাশ করা যায়নি।
.
আপনারা যারা গুজব রটান যে সেনাপ্রধান গ্রেপ্তার হয়েছেন বা সেনাবাহিনীর ভেতরেই নাকি ক্যু হয়েছে, তারা এবার অফ যান। সব স্বাভাবিক আছে। সেনাবাহিনী স্বাধীনতাবিরোধীদের হাতে চলে গেছে-- এমন কথাও ঠিক না। আপনাদেরকে বুঝতে হবে মুক্তিযুদ্ধের পক্ষের একটি সরকার (হোক বিতর্কিত) দীর্ঘ ১৫+ বছর রাষ্ট্রক্ষমতায় ছিলো। রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ পদে নিয়োগগুলোই কি তাঁরা স্বাধীনতাবিরোধীদের দিয়েছেন? এটাও কি সম্ভব?
দেব দুলাল গুহ -- দেবু ফরিদী




সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


