
পাকিস্তানের এই আর্মি অফিসার কি আমাদের সেনাপ্রধানের সিনিয়র বা উচ্চ পদমর্যাদাসম্পন্ন? তা নাহলে তো আমার বিবেচনা অনুযায়ী তিনি আমাদের সেনাপ্রধানের বামে বসার কথা। প্রটোকল কী বলে?

তাছাড়া তিনি কি নিজের বাহিনীর প্যারেডে এসেছেন যে সব জায়গায় হাতে লাঠি নিয়ে ঘুরছেন? প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতেও এটা নিয়ে গেছেন, আবার সেনাপ্রধানের সামনেও দেখলাম হাতে লাঠি! কেন?

আমার জানার সীমাবদ্ধতা থাকতে পারে।
ভুল থাকলে ধরিয়ে দিবেন কেউ..

কিন্তু আমি বেঁচে থাকতে আমার পূর্বপুরুষের কষ্টার্জিত স্বাধীন দেশের অপমান মানবো না। আমরা ভুলে যেতে পারি না যে ৫৪ বছর আগে আমরা তাদেরকে পরাজিতই শুধু করিনি, তাদের ৯৩ হাজার সৈন্যকে জীবনভিক্ষা দিয়েছিলাম। সর্বক্ষেত্রে সেই বিজয়ীর হাসি ও বডি ল্যাঙ্গুয়েজ আমাদের বজায় রাখা উচিত।
দেব দুলাল গুহ / দেবু ফরিদী

সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০২৫ রাত ১১:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


