
এই কথাটা যদি গত ১৫ বছর কোনো শিক্ষামন্ত্রী বলতেন, তাহলে আজ লীগের এই দিন দেখতে হতো না, দেশেরও এই দশা হতো না। পড়ালেখা করে আর কী হবে? দেখে দেখে পরীক্ষা দেওয়া গেছে। যারাই বহিষ্কার করতে গেছে বা করেছে, বারবার বদলি হয়ে গেছে আমার মতো, বিভাগীয় মামলায় তিরস্কার দণ্ড পেয়েছে।
পরীক্ষার্থীরা জানতো, গরু রচনা লিখে আসলেও অটোপাশ হয়ে যাবে। তাই ওরা পড়ার টেবিলে না বসে রাস্তা দখলে নিয়ে জ্বালাও-পোড়াও করেছে, আন্দোলনের নামে দুর্ভোগ বাড়িয়েছে, অন্যের দ্বারা ইউজড হয়েছে, দেশের ক্ষতি করেছে।
শিক্ষা উপদেষ্টা মহোদয়ের মতো এমন স্পষ্টভাবে বার্তা দিয়ে দিলে তারা পড়ার টেবিলে যেতে বাধ্য হতো। পড়ালেখা করে পাশ করলে দেশের উন্নয়নে কাজে লাগতে পারতো এই বিপুল সংখ্যক তরুণ।
যাহোক, বেটার লেট দ্যন নেভার। আবরার স্যারকে আন্তরিক ধন্যবাদ এমন অবস্থান নেওয়ার জন্য। তবে এটা যেন সকল ধারার শিক্ষাব্যবস্থার ক্ষেত্রেই প্রযোজ্য হয়।
দেব দুলাল গুহ -- দেবু ফরিদী
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০২৫ সকাল ৯:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


