
ভারত আর আমেরিকা নিজেদের মাঝে ১০ বছর মেয়াদী প্রতিরক্ষা চুক্তি করেছে। অর্থাৎ একজনের বিপদে আরেকজন এগিয়ে আসবে।
বলেছিলাম না এতোদিন সব নাটক ছিলো? মোদি আসলে চীনের কাছে আরেকটু ঘেঁষে নিজেদের দাম বাড়ালেন। এটাই কূটনীতি, আবার এটাই রাজনীতি। কে ভেবেছিলো ভারতের সাথে এই সম্পর্কের মাঝে সামরিক তথা প্রতিরক্ষা চুক্তি করবে আমেরিকা?
এর মধ্য দিয়ে আগামী এক দশক ভারত আর আমেরিকা একত্রে উন্নতি করবে, কেউ বাধা দিতে পারবে না। পাকিস্তানের পিএম এত তেল দিয়ে এবং নোবেলের জন্য ট্রাম্পকে দু'বার মনোনয়ন দিয়েও যা পারেননি, ভারত তা করে দেখালো এত তিক্ততার মাঝেও!
বুঝলাম না, পাকিস্তানকে আসলে কি সবাই 'গরিবের ভাবি' ভাবে? এখন তো আফগানিস্তান আরও দ্বিগুণ উৎসাহে পাকিস্তানের হামলার জবাব দেবে, ভেতরের বালুচরা স্বাধীন হয়ে যেতে পারে। কারণ ভারতের দিকে আর চোখ তুলে তাকানোর শক্তি পাকিস্তানের নাই।
এর মধ্য দিয়ে ঘুরে যাবে বৈশ্বিক রাজনীতি। বাংলাদেশেও শীঘ্রই বড় পরিবর্তন আসবে। ভারত ও আমেরিকা মিলে জাতিসংঘের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফেরালেও অবাক হবো না।
দেব দুলাল গুহ -- দেবু ফরিদী
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


