সব কিছু উজাড় করে দিয়েছি যে তোমায়,
বিনিময়ে তুমি কি দিলে আমায়!
এই একাকিত্ব?
যা বয়ে বেরাচ্ছি আমি প্রতিটি মূহুর্ত।
এতটা বছর একত্রে কাটিয়ে
কখনো বোঝোনি কি চেয়েছে এই মনে!
যে সুখের আশায় দুরে চলে গেলে,
পেয়েছো কি সুখ তুমি সেই নীড়ে?
কি ছিলোনা আমাদের মাঝে!
যার জন্নে ভুগতে হচ্ছে সন্তানদেরকে।
করছো তুমি এখন সুখে বসবাস,
তোমার সন্তানেরা ফেলছে শুধুই দীর্ঘশ্বাস!!!!!!
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




