সন্যাসী ভাই বুদ্ধিজীবি হত্যার বিরোধীতা করে যে পোষ্ট দিয়েছিলেন সেই পোষ্টটিতে কমেন্ট আকারে দিয়েছিলাম। আমার ব্লগেও পোষ্ট আকারে দিয়ে দিলাম বলে আন্তরিক ভাবে দুঃখীত।
প্রথমে সন্যাসী ভাইয়ের পোষ্টটি দেখে খুব বড় ধরনের একটা ধাক্কা খেয়েছি। শেষ দেখা পর্যন্ত পোষ্টটিতে ২১৯ টি প্লাস এবং ২৬১ টি মাইনাস পড়েছে। তার মানে মাইনাসের সংখ্যা বেশি।কারন হিসেবে মনে হচ্ছে এটা একদিকে মুক্তি যুদ্ধ নিয়ে এবং মুক্তি যুদ্ধে বুদ্ধিজীবি হত্যা নিয়ে পোষ্ট, যে কারনে ছাগুর পাল অন্যান্য মুক্তি যুদ্ধ বিষয়ক পোষ্টের বিরোধীতার মত এই পোষ্টেও তাদের নিক ফ্যাক্টরি নিয়ে ঝাপিয়ে পড়েছে। আবার সেই সাথে ইসলামকে খাটো করা বা অবমাননা করার খোরা আর উদ্দেশ্য প্রনোদিত বাহাজ নিয়ে ত্যানা পেচানো এবং সাধারন ব্লগারদেরকে বিভ্রান্ত করে তাদের কে দিয়ে পোষ্টের বিরোধীতা করানোও এর কারন।
আপনি এই পোষ্টির বিরোধীতা করার আগে একটু ভেবে দেখুনতো কারা বুদ্ধিজীবি হত্যাকান্ডের সাথে জড়িত এবং সেই সব বুদ্ধিজীবিরা কারা ছিল? যাদের কে হত্যা করা হয়েছিল তারা অধিকাংশই ছিলেন মুক্তমনা, বাম পন্থী । আর যারা হত্যা করেছিলেন তারা ছিলেন সবাই ইসলাম ধর্মের অনুসারী, তারা ছিলেন তৎকালীন সময়ে ধর্মের সোল এজেন্ট, যারা ধর্ম নিয়ে রাজনীতি করতেন যারা ধর্ম রাষ্ট্র পাকিস্তানকে রক্ষা করতে না পেরে প্রতি হিংসা বসত বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবিদের হত্যা করেছিল ।
ভারত উপমহাদেশ কিসের ভিত্তিতে ভাগ হয়েছিল ? কিসের উপর কোন আদর্শের উপরদন্ডায় মান ছিল পাকিস্তান ? পাকিস্তানি হানাদার দের দোসর রাজাকার, আলবদর ,আলশামস, ছাত্রসংঘ কোন আদর্শের কারনে বাংলাদেশ সৃষ্টির বিরোধীতা করেছিল ? তারা কোন আদর্শ মতে আমাদের মা বোন দের গনীমতের মাল আখ্যায়িত করেছিল ? কোন আদর্শের জন্য তাড়া হিন্দু বিধর্মীদের কতলের কথা বলতো ? বাম কম্যুনিষ্টদের নিধন করার কথা বলতো ? কেন বলতো ? তারা কি ইসলাম বিরোধী ছিলো নাকি ইসলামী আদর্শে উদ্বুদ্ধ হয়ে এসব করেছিলেন ? আপনি কি বলতে পারেন তৎকালীন আলেম ওলামারা তখন কি কি ফতোয়া দিয়েছিল? কেন দিয়েছিল ? রাজাকার আলবদর আলশামস্দের মধ্যে কেন একজনও ইসলাম ব্যাতীত অন্যধর্মাবলম্বি দেখা যায় না ?
এই দেশ স্বাধীন হয়ে ছিল একটা অসাম্প্রদায়ীক চেতনা কে ধারন করে। আমরা একটা ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক দেশ চেয়েছিলাম কিন্তু আপনার ইসলাম কি ধর্ম নিরপেক্ষতা আর গণতন্ত্রে বিশ্বাস করে ? না করে না । আর এজন্যেই আপনার মত কিছু অতি মুসলিম আমার দেশের লক্ষ মানুষের রক্ত নিয়ে হোলি খেলেছে। অস্বীকার করতে পারেন ?
এটা যদি প্রকৃত ইসলামের স্বরুপ না হয় তাহলে তারা ইসলামের কথা বলে এসব করল কিভাবে ? এত এত ওলামা মাশায়েখ মাওলানা হুজুর এরা সবাই কি না জেনে বুঝে এসব করেছে? একটু ভাবুন তো । জানি সত্য কথা অনেকেরই তিতা লাগবে কিন্তু যেই ইসলামের নামে ত্রিশ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে দু-লক্ষ মা বোনের সম্ভ্রম কেড়ে নেওয়া হয়েছিল এর দায় কি ইসলামের উপর কিছুটা পরে না ? ইসলামের ধ্বজা ধারীদের তো লজ্জা পাওয়ার কথা এই সবের জন্য। খুব তো পোষ্টের বিরোধীতা করছেন, বার বার জোর গলায় বলছেন ঘাতক দালালরা ইসলামের আদর্শ মতে এসব করেনি ইসলামের নাম নিয়ে করেছে।
তাহলে ওরা কি ইসলামকে অবমাননা করেনি ? ইসলামকে বিকৃত করেনি ? ইসলামের নামে মিথ্যাচার করেনি ? আপনার ধর্মীয় অনুভুতিতে আঘাত দেয় নি? ওরাই কি সব চেয়ে বেশি আপনার ধর্মের ক্ষতি করেনি ? কি করেছেন আপনি তাদের বিরুদ্ধে ? কোন মুক্ত মনা যখন ইসলামের সমালোচনা করে তখন তো দেখি আপনাদের ইমানী জোশ চাগার দিয়া উঠে আপনারা সেই মুক্ত মনার কল্লা কাটার হুমকি দেন কিন্তু যারা আপনার ধর্মকে সবচেয়ে বেশি বিকৃত করেছে আপনার দেশের লক্ষ মানুষকে হত্যা করেছে তাদের বিরুদ্ধে একবার জিহাদের ডাক দিন না। তাদের একবার কল্লা ফেলার হুমকি দিন না। হুমায়ুন আজাদের মত একবার চাপাতি দিয়ে কোপান না কেন ? তসলিমার মত তাদের কে দেশ ছাড়া করার আন্দোলন কেন করেন না ? কোথায় আপনাদের ধর্মীয় অনুভুতি কোথায় আপনাদের ইমানী জোশ? যখন সেই সব মানবতা বিরোধী, ধর্ম বিদ্বেশী, ধর্ম অবমাননাকারী এই দেশে স্বদর্পে ঘুরে বেড়ায় মন্ত্রি এমপি হয়ে আমাদের দেশের কর্ণধার হয় লক্ষ শহীদের রক্তে কেনা লাল সবুজ পতাকা যখন তাদের গারিতে শোভা পায় তখন কোথায় থাকে আপনার ধর্মানুভুতি কোথায় থাকে আপনার ধর্ম ? আপনি বলেন পোষ্টে আপনার ধর্ম কে খাটো করা হয়েছে আপনার তো লজ্জা পাওয়া উচিত একজন মুসলিম হিসেবে । আপনি আবার এই পোষ্টে মাইনাস দিয়ে আপনার ইমানি দায়ীত্ব পালন করেন। আপনার বিবেকে বাধে না?
এ লজ্জা কি ইসলামের নয়? আপনার নয় ? বিবেকবান মানবতাবদী প্রতিটা মানুষের নয়? যদি আপনি তা না মানেন তাহলে আজকেই বের হোন নাঙ্গা তরবারী নিয়ে আগে সেই সব রাজাকার দালাল আর তাদের বর্তমান অনুসারীদের কতল করার জন্য । বের হোন সেই ভাবে যে ভাবে বের হয়েছিলেন আলপিনে একটা নিরিহ কার্টুন প্রকাশ হওয়ার পর। পারবেন ?
না বের হতে পারলে আপানাদের তুলতুলে ধর্মানুভুতিতে আঘাতের দোহাই দিয়ে আর পার পাবেন না। সত্য মাঝে মাঝে বড় নির্মম হয় ।
ক্ষমা কর, ক্ষমা কর হে লক্ষ শহীদ । ক্ষমা কর আমার মা আমার দেশ তোমার বুকে এখনো শকুনেরা ফেলছে নিঃশ্বাস, আমি তোমার অযোগ্য আর নিমক হারাম সন্তান ।
সন্যাসী ভাইয়ের পোষ্ট: বুদ্ধিজীবি হত্যাকান্ডঃ ধর্মের নামে একটি জাতিকে মেধাশূন্য করা এবং মুক্তবুদ্ধি চর্চার অপমৃত্যু
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




