এমনিতে ঢাকার রাস্তা এক ভীষণ মজাখানা। এ পথে হাটতে হাটতে একটু চোখ কান খোলা রাখলেই মনে হবে এ কোন মজার কারখানায় প্রবেশ করলেন?
অবশ্য এ রাস্তা বেদনা আর নির্মমতার কসাইখানাও বটে।
সে রকম এক নির্মম, বেদনাময় আর মজার একটি দৃশ্য কম বেশি সবার চোখে পড়েছে নিশ্চয়। ফুটপাতে ভাসমান মানুষেরা কাঠের জ্বালানী দিয়ে রান্না করছে।
আমি মজা পাই এ জন্য যে, আমার জীবনের ২০টি বছরই কেটেছে কাঠের জ্বালানী দিয়ে রান্না করা দেখে। গ্রামের সেই দৃশ্য ঢাকা শহরে দেখা মজার মনে হতেই পারে। তবে নির্মম হলো এসব মানুষের থাকার ঘর নেই, রান্নার জায়গাতো দুর অস্ত। আরো নির্মম.....কেননা অবস্থা দৃষ্টে মনে হচ্ছে একদিন আমাদেরও এই ফুটপাতে রান্নার জন্য জায়গা নিতে হব। বিশেষজ্ঞরা বলছেন, ২০১৩/১৪ সালের মধ্যে নতুন গ্যাস ক্ষেত্র আবিস্কার না হলে বাংলাদেশের গ্যাসের রিজার্ভ শেষ হয়ে যাবে।
তখন কি হবে? এই দালান কোঠার ভেতরে তো আর লাকড়ি (কাঠ) দিয়ে রান্না করা যাবেনা। বিকল্প জায়গাও নেই। তাই ফুটপাতেই রান্নার পসরা সাজাতে হবে। সেক্ষেত্রে, সে পরিস্থিতিতে ফুটপাত আরো দূর্লভ হয়ে পড়বে বলেই আমার ধারণা। নিশ্চয় সিটি কর্পোারেশন বা অন্য কোন স্থানীয় সরকার প্রতিষ্ঠান ফুটপাত ভাড়া দেবে।
তাই ভাবছি এখন থেকেই পছন্দসই ফুটপাতে একটা অংশ ভাড়া নিয়ে রাখবো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



