পাশে বসে থাকা মা বিলকিস আক্তারের অঝোর কান্না ইমরানকেও ছুঁয়ে যায়। ইমরানও কাঁদে। সূত্র: http://www.banglanews24.com
ইমরানের বাবা আমিনুল ইসলাম ছয় বছর আগে দক্ষিণ কোরীয় কোম্পানি সামহোয়ান কর্পোরেশনের হয়ে চাকরি নিয়ে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে যান। গত ১৭ ডিসেম্বর তিনি অপহৃত হন।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অপহৃতদের উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে পরিবারের সদস্যরা এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সম্মেলনে বিলকিস জানান, ১৭ দিন অপেক্ষা করেও যখন কোনও দিক থেকে কোনও সুখবর পাচ্ছেন না তখন তিনি প্রধানমন্ত্রীর অনুগ্রহ কামনা করছেন।
উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর আফগানিস্তানের বলখ প্রদেশের রাজধানী মাজার-ই-শরীফের বাইবোগা থেকে সাত বাংলাদেশিকে জঙ্গিরা অপহরণ করে।
এ সময় তারা আলতাফ হোসেন নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করে। পরে অপহৃতদের মধ্য থেকে দু’জনকে ছেড়ে দেয়।
এখনও অপহরণকারীদের হাতে টাঙ্গাইলের আমিনুল ইসলাম, শফিউল আলম খোকন, লাবলু রহমান, রাজশাহীর মাহবুব আলী এবং চট্টগ্রামের ইমাম উদ্দিন আটক রয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আফগান সরকার অপহৃতদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা করছে।
সরকারের এ আশ্বাসে মন ভরছে না অপহৃত শফিউল আলম খোকনের ছোট মেয়ে তাহমিনা আক্তার মুন্নি, ইমাম উদ্দিনের বড় ছেলে আরিফ হোসেন, লাবলু রহমানে ছেলে আবীরের।
তারা চাইছে তাদের বাবাকে জীবিত ফেরত পেতে। এজন্য তারা এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে।
সংবাদ সম্মেলনে অপহরণের হাত থেকে বেঁচে যাওয়া প্রকৌশলী এসএম আলমগীর হোসেন মোবাইল ফোনে জানান, প্রথম কয়েক দিন আফগানিস্তানের স্থানীয় প্রশাসন জিম্মিদের উদ্ধারে কিছু তৎপরতা দেখালেও এখন নীরব রয়েছে।
অপহরণকারীদের সঙ্গে স্থানীয় আফগান সরকারের সম্পর্ক রয়েছে বলে ধারণা করছেন আলমগীর।
তিনি বলেন, সামহোয়ান কর্পোরেশনের কর্মকান্ডও সন্দেহজনক। জিম্মিদের উদ্ধারে এরা তেমন কোনও তৎপরতা চালাচ্ছে না।
আলমগীর অপহৃত শফিউল আলম খোকনের ভাই। যে ক্যাম্প থেকে বাংলাদেশিদের অপহরণ করা হয় আলমগীর সে ক্যাম্পের ইন চার্জ।
তিনি বলেন, সামহোয়ান কর্পোরেশনে কর্মরত বাংলাদেশিদের দাবি ছিল তাদের সহকর্মীদের জীবিত উদ্ধার না করা পর্যন্ত তারা কাজে যোগ দেবেন না। তবে সামহোয়ান কর্পোরেশনের কর্মকর্তারা নানাভাবে তাদের বুঝিয়ে কাজে যোগ দিতে বলছেন।
অপহৃতদের পরিবারের সদস্যরা বলছেন, তারা কিছুই জানেন না। দিন দিন তাদের উদ্বেগ উৎকন্ঠা বাড়ছে।
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



