আপনি কি ভবিষ্যতে বিদেশে ব্যাবসা করতে চান ? অথবা বাংলাদেশে ?
আচ্ছা সুযোগ থাকলে নতুন একটা ব্যাবসা করতে কে না চায় বলুন ? কিন্তু আসলে ব্যাবসা করা কি ওতই সহজ ?
নিশ্চই নয় ।
আপনি আমার সাথে একমত হবেন যে ব্যাবসা করার জন্য নির্দিষ্ট আইডিয়া , মূলধন এবং আরও অনেক ঝক্কি ঝামেলা পোহাতে হয় । এটা আমরা সবাই জানি।
কিন্তু আসলে যারা ব্যাবসা করে ,তাদের কাছেও কি ব্যাবসা অনেক কঠিন ? এবারো কিন্তু বলবেন নিশ্চই না।
কারন ব্যাবসা করা এতো কঠিন হলে তারা করে কিভাবে ?
আচ্ছা যাই হোক এখন মূল কথায় আসি।
মূলত বিদেশে ব্যাবসা করতে হলে , আপনাকে সে দেশের কিছু নিয়ম কানুন পালন করতে হবে । কিন্তু আপনি নিজে নিজে যতই চেষ্টা করুন আর যতই অনলাইন ঘাটুন না কেন ? হ্যা লাভ অবশ্যই হবে আপনি নিয়ম কানুন জানতে পারবেন ? বাট ধরুন আপনি মালোশিয়াতে ব্যাবসা করবেন। জানলেন যে অইখানের সরকারি অফিস থেকে আপনাকে ফ্রম কিনতে হবে। এবার কি করবেন? ফ্রম কেনার জন্য তো অবশ্যই আপনাকে মালোশিয়াতে যেতে হবে ।
তাই আপনাকে কোন না কোন প্রতিষ্ঠানের দারস্থ হতে হবে যারা আপনার জন্য ফ্রম কিনে দিবে রেজিষ্টার করে দিবে।
কিন্তু আপনি জেনে অবাক হবেন যে , বাংলাদেশের ই একটা প্রতিষ্ঠান আছে যারা ওয়ার্ল্ড-ওয়াইড এই সার্ভিস দিয়ে থাকে ।
আপনি চাইলে বাংলাদেশ থেকেও মালোশিয়াতে না গিয়েও সেখানে Virtual Office স্থাপন করে ব্যাবসা করতে পারেন । অথবা নিজের Company registration করে খুব সহজেই ব্যাবসা করতে পারেন।
শুধু যে মালোশিয়া তা নয় , আপনি চাইলে বাংলাদেশে ব্যাবসা করার জন্যও যেসব গাইড-লাইন দরকার তা এই কোম্পানীর মাধ্যমে জানতে পারেন।
বাংলাদেশের জন্য ও কোম্পানী রেজিশট্রেশন করতে পারেন ।
আর শুধু যে বাংলাদেশ এবং মালোশিয়াতে ব্যাবসা করতে হবে বিষয়টা কিন্তু এমন নয়। আপনি চাইলে বাংলাদেশ থেকেও বিশ্বের যে কোন দেশে ব্যাবসা করতে পারেন এবং এর যাবতীয় তথ্য এই ওয়েবসাইটেই দেয়া আছে । শুধু আপনাকে খুটিয়ে খুটিয়ে বুঝতে হবে।
তো যাই হোক এই পোষ্টের হয়ত শতকরা খুব কম লোকই ব্যাবসা করতে পারবেন । আর অনেকেই হয়ত শুধুই জানবেন ।
তো যারা ব্যাবসা করবেন তাদের জন্য শুভকামনা রইল।
আর যারা জানার জন্য পড়বেন তারা আরও বেশি বেশি জানতে থাকুন , এই জানা বিশয়গুলই আপনার জীবনে একসময় কাজে লাগবে। চেষ্টা করুন জানা বিষয়গুলোকে কাজে পরিনত করতে , তাহলে আশা করি আরও উন্নতি হবে ইন-শা-আল্লাহ।
যাই হোক অনেক বকবকানি করলাম , ধৈর্য নিয়ে পড়ার জন্য ধন্যবাদ। লেখায় কোন ভুল হলে ক্ষমা প্রার্থী ।
সকলের জন্য শুভকামনা রইল ।

সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


