১
কর্মশালায় ত্রিশজন পার্টিসিপেন্ট। ছয় জন নারী বাকীরা পুরূষ।
যার যার আসনে সবাই বসে আছে।ছয়ের এক হল রিকা
ছোট করে চুল ছাটা।
র্শাট প্যান্ট পড়া। পায়েও তার পুরুষের জুতা
চেহাড়ার গড়ন বাচছাদের মত স্কুল পড়ুয়া শিক্ষার্থী হবে হয়ত
না অর্নাসে পড়ছেন
পিছন থেকে বুঝার ইপায় নেই ছেলে না মেয়ে
সামনে থেকে কিশোর মনে হয়
চলছে লেকচার ঘন্টার পর ঘন্টা ।
২
পরে এসেছে সজল
পরিচিত ছোট ভাই নায়িম বলে আমার ছোট ভাই
তাজরিন বলে, আমার কাজিন
একটু পড়ে
কথায় কথায়
জমে উঠে
আশপাশের কেউ ওকে বলেনি যে,ও মেয়ে
পাশে বসা সজল ওর পিঠে হাত দিয়ে
বলে কথা বলো না
ও । বলে যাচেছ
ওর নিজস্ব স্টাইলে কথা চলছে
কর্মশালার কার্যক্রম শেষ
সজল উঠে
রিকার পিছনে দাড়িয়ে
গাল টেনে বলে
এত কথা বলছ কেন?
চারদিকে হাসির রোল
যেন ভেঙ্গে পড়ে ছাদ
রিকা লজ্জা পেয়ে মাথা টেবিলে লুকায়
সজল জীবনে এমন বিপদে পড়েনি
কি করবে ও ।
৩
হল রুম থেকে চলে আসে
চা খায় । আর ভাবে কি করবে সে
সরি বলবে
সরি বলে কি লাভ
সবাই তো । একদম হেসে কুটি কুটি
সজল এবার পাশে না বসে
পিছনে বসে
রিকাও দিক পড়িবর্তন করে বসে
পেছনে মাঝে মাঝে মাথা ঘুরিয়ে তাকায়
সজল এবার লক্ষ্য করে দেখে
ওর হাতের নখগুলো অনেক বড় বড়
কেন যেন ওকে মেয়ে মনে হচেছ
পাশ থেকে শায়ন বলে, সজল ভাই ওতো মেয়ে
রিকা লজ্জা পাচেছ কেন।
পাশে বসা
সিমা আপা সজলের দিকে আঙ্গুলি নির্দেশ করে মূখ টিপে হাসল
সজল বেচারার ছাইড়া দে কাইন্দা বাচি
বিব্রতকর অবস্থায় পড়ে।
সবার আগে চলে আসে ও..................................
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০০৮ রাত ১১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




