গুডগার্ল মুনিয়া
একেছেন
আমাদের সমাজের ভিতরকার মুখোশ পড়া কৌলিন্য নিয়ে।
শিল্পী যেমন তুলির আচরে চিত্র আকে ঠিক সেভাবে চিত্র একেছে লেখক। ছবি যেমন সত্য কথা বলে টিক তেমনি।
তবে তিনি ছদ্ম নামে লিখলে ভালো হত।
কেউ তার প্রতি করুনা করুক সেটাও ঠিক নয়
লেখার ইমশন হয়ত পাঠক বুঝতে পারবে না ।
আর এটা যেহেতু জনপ্রিয় ব্লগ তাই লেখকের ব্যাক্তিগত পরিচয় প্রকাশ পেলে সে ক্ষতি গ্রস্থ হতে পারে
সমাজের অনেক ঘটনাই প্রকাশ পায় না
প্রকৃতিগত ভাবে নারীকে দুর্বল মনে করা হয়
কোন ঘটনার পরিনতি নারীর দিকে ধাবিত হয়। বাবাও তার মেয়েকে বলবে, তোর সমস্যার কারনে আজ এই অবস্থা।
এটা প্রতিরেধে প্রযোজন সচেতনতা, এই ঘটনা জানার পর নিশ্চই সবার ভিতর ওইসব নরপশুদের জন্য ঘৃনা সৃষ্টি হবে।
শপিংয়ে, বাসে, অফিসে, গৃহে (কীনদের দ্বারা) নারী নানাভাবে লাঞ্চিত হয়।
কেউ এটা প্রকাশ করে কেউ করে না ।
বাঙ্গালরি নারীর ক্ষেত্রে বুক ফাটে তো মুখ ফটে না।
মুনিয়া আপনি পড়ে দেখুন আমার লেখা 'বিব্রতকর" এর জন্য নারী দায়ী।
পুরুষের ড্রেস আপ পড়ে নারী
আমাকে বিব্রতকর আবস্থায় ফেলে দিয়েছে
এটা গল্প নয় সত্যি।
এই লেখায় আমি আমার নাম সরাসরি ব্যাবহার করিনি। শুধু আমার নাম ও মেয়েটার নামের ক্ষেত্রে দুইটা কাল্পনিক নাম বসিয়ে দিয়েছি।
আপনার জন্য ও যারা এমন ঘটনার শিকার তাদের জন্য কষ্ট অনুভব করছি।
কখনও বিপদে পড়লে অকপটে নিজের পিতামাতা সহায়তা নিবেন।
অন্য করো নয়।
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০০৮ রাত ৮:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




