অলৌকিক সেই সন্ধিখনে –
আমি তোমার হাতে বিশ্বাসী হাত রেখেছিলাম
এর পর,
কত স্বপ্নের লিলাভুমিতে তোমার জলছাপ একে চলেছি..
আমি তমার যুদ্ধের পাশে সঙ্গি হতে পারিনি বলে,
দিন রাত অসহ্য অপেক্ষার বিষ ছোবলে তুমি নীল
আর আমি?
অর্থহীন দিগন্তে দূর পরবাসী।।
কেমন আছি?—নাইবা জানলে!!
কিন্তু জানো?
তোমার বিশ্বস্ত অন্তরের খুব বেশি কাছে
আমি বুনে দিয়ে এসেছি আমার দিঘল আত্মা
তবে কেন তুমি এখনও রক্তের আচরে বিক্ষত হও??
ওই নগরীতে একটি শুদ্ধতম প্রবেশের অনুমতি
চেয়ে চেয়ে জানি তুমি খুব বেশি ক্লান্ত......।।
তবু,
এ অপেক্ষমান পথের কোন এক প্রান্তে
আমি দাড়িয়ে থাকবো অনন্ত প্রহর......
কালের প্রাচীর ডিঙ্গিয়ে কোন এক
স্রোতস্বীনির পাশে তোমার জন্য সাজিয়ে রাখবো
একটি জ্যোৎস্নার সাকো— দেখে নিও
আমরা পৌছোবই ওই শান্তির নীড়ে......
এ আমার পবিত্র বিশাস...
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



