এখন ও এখানে সন্ধার আলোয়াধারি খেলা শেষে
একটা নিঃশব্দ বাতাস আমার জানালায় এসে টোকা দেয়,
আর ঠিক তক্ষুনি,
আমি ফিরে আসি আমার জগতে............
তোমার সাপ্নিক মেঠো পথে ফেলে আসি আমার স্মৃতির আস্তানা.........।
আমি ভেবেছিলাম,
কত অজস্র নৈশব্দের মাঝে আমাদের অন্তরের কলাহল
পুলকিত করবে সময়ের সব ক টি দেয়াল,
যেখানে, আড্ডাবাজ বন্ধুদের আমি হয়তোবা খুব মিস করব.........
আমি চেয়েছিলাম, প্রতিটি প্রথম প্রহর শেষে
আরেকটি নতুন প্রহরের নকশা আঁকা আলকিত আঙ্গিনা ......।
আমি স্বপ্ন দেখেছিলাম,
শুধু তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম...............।।
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১০ রাত ৩:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



