আমি ব্লগ এ লেখার উৎসাহ পেয়েছি আমার সবথেকে প্রিয় একজনের কাছ থেকে । ভেবেছিলাম এখানে খুব সুন্দর একটা পরিবেশ পাবো । শিখতে পারবো অনেক কিছু । তাই আমার একাউন্ট খোলার পর থেকে পড়তে শুরু করলাম । এখানে সত্যিই অনেক কিছু শিখতে পারছি। কিন্তু খুব দুঃখের সাথে বলতেই হচ্ছে এখানকার পরিবেশ আমাকে হতাশ করেছে। যারা লিখছেন নিঃসন্দেহে তারা সবাই অনেক জানেন। তারা সবাই ভালো ফ্যামিলির। কিন্তু অবাক লাগে , কিছু কিছু ব্লগারের কমেন্ট পড়লে। এত খারাপ ভাষা তারা ব্যাবহার করে কোন রুচিতে? এসব বস্তিমারকা ভাষা ব্যাবহার করে ব্লগ এর পরিবেশ নোংড়া করার অধিকার তাদের কেন দেয়া হচ্ছে?
এদের ব্যাপারে এডমিন রা নিরব কেন??
যাইহোক, শিক্ষা মানুষকে রুচিশীল করে তুলে, শিক্ষা মানুষ কে নিশ্চয় বস্তিমারকা ভাষা শিখায় না। সবথেকে খারাপ মানুষ টির সাথেও আমরা নোংড়া ভাষায় গালি দিতে পারি না। শিক্ষা আমাদের এটাই শিখায়। কারন খারাপ ভাষা হল নীচু, অশিক্ষিত লোকের হাতিয়ার।
এখানে যে খাপার শব্দগুলো লেখা হয় আমি আমার জীবনে সেগুলো শুনিনি। আমার মনে হয়েছে এ কোন ডাস্টবিনে এলাম ??
আমার সবার কাছে অনুরোধ, নোংড়া শব্দ এবং বাক্য পরিহার করুন, অসুন্দরের বিরুদ্ধে সুন্দর দিয়ে লড়াই করুন।
সুন্দরের জয় হবেই হবে.........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



