আমেরিকার সম্ভাব্য হামলার জবাব দিতে পরমাণু অস্ত্র ব্যবহারের চূড়ান্ত অনুমোদন পেয়েছে উত্তর কোরিয়ার সেনাবাহিনী।
প্রশান্ত মহাসাগরের গুয়াম দ্বীপে আমেরিকা সর্বাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পর উত্তর কোরিয়া তার সামরিক বাহিনীকে এ অনুমতি দিল।
উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ এক বিবৃতিতে জানিয়েছে, “কোরিয়ান পিপলস আর্মির জেনারেল স্টাফ আনুষ্ঠানিকভাবে ওয়াশিংটনকে জানিয়ে দিয়েছে যে, পরমাণু বোমার সাহায্যে আমেরিকার বেপরোয়া হুমকি চূর্ণবিচূর্ণ করে দেয়া হবে।”
বিবৃতিতে আরো বলা হয়েছে- “আমাদের সামরিক বাহিনীর নির্দয় অভিযান এরইমধ্যে পরীক্ষা করে দেখা হয়েছে এবং তা অনুমোদন করা হয়েছে।”
বৃহস্পতিবারের এ বিবৃতিতে বলা হয়েছে, “দ্রুত বিস্ফোরোণ্মুখ পরিস্থিতি ছড়িয়ে পড়ছে এবং কোরিয় উপদ্বীপে আজ হোক কাল হোক যুদ্ধ বেধে যাবে। সমগ্র উপদ্বীপ আগে কখনো এ ধরনের পরমাণু যুদ্ধের হুমকির মুখে ছিল না।”#

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



