কোরীয় উপদ্বীপে সামরিক উত্তেজনা তুঙ্গে ওঠার পরিপ্রেক্ষেতে জাপান সাগরের দিকে মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপাণাস্ত্র নিতে শুরু করেছে উত্তর কোরিয়া। আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুদ্ধের জন্য পিয়ংইয়ং যে প্রস্তুত, উত্তর কোরিয়ার এ ততপরতার মাধ্যমে তা আবার ফুটে উঠল।
দক্ষিণ কোরিয়া ও মার্কিন গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে- উত্তর কোরিয়া তার মুসুদান ক্ষেপণাস্ত্র পরিবহন করে জাপান সাগরের উপকূলে নিয়েছে।
দক্ষিণ কোরিয়ার বিশেষজ্ঞরা বলছেন, আগামী ১৫ এপ্রিল উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল-সুংয়ের জন্মবার্ষিকী উপলক্ষে পিয়ংইয়ং তার শক্তিমত্তা দেখাতে চাইছে। তবে, আমেরিকা উত্তর কোরিয়ার প্রতিটি হুমকি ও ততপরতাকে বিশেষ গুরুত্বের সঙ্গে নিয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হ্যাগেল বলেছেন, বর্তমান পরিস্থিতি কোনো ভুল করার সুযোগ নেই।
মুসুদান ক্ষেপণাস্ত্রের পাল্লা হচ্ছে তিন হাজার কিলোমিটার এবং ধারণা করা হয় এটি দক্ষিণ কোরিয়া, জাপান ও প্রশান্ত মহাসাগরের গুয়াম দ্বীপে আঘাত হানতে পারে। ২০১০ সালের অক্টোবরে সামরিক প্রদর্শনীতে এ ধরনের ৫০টি ক্ষেপণাস্ত্র দেখানো হয়।
ওদিকে, আগামী দু’সপ্তাহের মধ্যে গুয়াম দ্বীপে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করবে আমেরিকা। এ ছাড়া, উত্তর কোরিয়ার উপকূলের কাছে আমেরিকা দু’টি ডেস্ট্রয়ার মোতায়েন করেছে। এসব যুদ্ধজাহাজেও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে।#

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



