গণতন্ত্রকে কষাঘাত
নুর হোসেন-
জনগণই সরকার সরকারই জনগণ এটা সবাই জানে,
এই কথাটিই লেখা আছে পবিত্র সংবিধানে।
রাজনৈতিক নেতারা সব জনগণের সেবক,
ক্ষমতা পেলে হয়ে যায় তারা মস্ত বড় শাসক।
রক্তচোষা রাক্ষুসেরা ক্ষমতা নিয়ে ব্যস্ত,
সুযোগ পেলেই চিবিয়ে খায় মানুষেরই গোস্ত।
হরতাল আর অবরোধ দেশ বাঁচানোর দায়,
মরছে মানুষ পুড়ছে গাড়ি কোন ব্যাপার নয়।
গণতন্ত্রের নামে যে তাই হচ্ছে রক্তপাত,
জনগণই সহ্য করে তাদের কষাঘাত।
সুন্দর এই বাংলাদেশের চিন্তা কারো নাই,
তাদের শুধু একটাই দাবি গদি আমার চাই।
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



