দাউ দাউ করে পুড়ে যাচ্ছে সব
আপন বসতি- স্বপ্নপুরী,
জীর্ণ-কায়া হৃদয়, অস্থি মাংশ আর
সর্বোপরি চোখের আড়ালের স্বপ্ন।
পুড়ছে আকাশ মন
একনিষ্ঠ সন্ন্যাসী প্রেমিকের একতারা,
লেলিহান শিখায় দগ্ধ হচ্ছে ভালোবাসার পদ চিহ্ন,
আবেগিত ভাষার চিঠি-চিরকুট, আর্দ্র রুমাল,
ভালোবাসার ব্যালট পেপার ছিন্ন- বিচ্ছিন্ন।
পালাচ্ছে দিগ্বিদিক লাগাম ছাড়া ঘোড়ার মত
ভীতু প্রেমিক সাথে প্রতারক প্রেম।
এমনি সবাই যাচ্ছে পালিয়ে!
ফুল পোড়ে যাচ্ছে
পাপড়িও ঝলসে যাচ্ছে
খাঁচার টিয়েসহ খাঁচা লাল হয়ে যাচ্ছে
প্রিয় খেলনা ট্যাডি বিয়ার, তুলতুলে র্যাবিট
উত্তাপে গলে যাচ্ছে আমার প্রিয় মোমের পুতুল!
কবুতরের শুভ্র পালক।
আগুন ছেয়ে আছে
আমার চলার পথ,
চারপাশ, বেরোবার সদর দরোজা
শার্ষি লাগানো জানালা-।
শরীরের লোম পোড়ে যাচ্ছে
ত্বক পোড়ানো গন্ধ
লোম পোড়া গন্ধ-
কেবল পোড়া গন্ধ...
এবার বলো আমার চলবো কিভাবে,
আমার চলার পথ কতটুকু নিরাপদ?
আমাকে বাঁচাও, আগুন নেভাও,
আমাকে লুকাও বুকের একান্ত গহীনে
চোখের আড়ালে আমাকে লুকিয়ে ফেলো....
নিতান্ত অসহায় হয়ে যদি
আমাকে নাও বাঁচাতে পারো
তবে বাঁচাও
আমার আকাশ
আমার গোলাপ ফুল
চির সাধের মোমের পুতুল!
নইলে
একতারা হাতে নিয়ে
তুমি হবে যে সন্ন্যাসী
তখন থাকবো না পাশে
আমি বলবো না ভালোবাসি।।
ছবিসুত্র: ইন্টারনেট থেকে নেয়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


