১. কতটুকু কাঁদলে কষ্ট বলে আর কিছু থাকে না?
২. তোকে হারিয়ে জেনেছি
একজীবনে অর্জন বলে কিছু থাকে না
অথচ পাওনা থাকে,
গভীর ক্ষতগুলো চরম পাওয়া হয়ে ওঠে…
ক্ষত ভরাট হয় রে পাগলী-
অবিরত ক্ষরণ থামে না~
৩. মনে রেখে
কি লাভ বলো বহুদিন,
ভুলে যদি যাও
অতঃপর কোন একদিন!
৪. তোমার পাশে থাকার অন্য মানে
কিভাবে যে সময় কাটে মাওলা জানে।
৫. মানুষ এত নিষ্ঠুর হয় কিভাবে?
মুখোমুখি হই যদি কোন একদিন;
কি বলবে সে এর জবাবে?
রিয়া হাবিব
১৪ই জানুয়ারী ২০১৩
বেথনাল গ্রীন, লন্ডন।
ছবিসূত্রঃ ইন্টারনেট থেকে নেয়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


