যার বাহিরে থাকার কথা
সে বাহিরে-ই থাক
অন্তরে প্রবেশের প্রয়োজন নেই।
বাহিরের মানুষ অন্তরে প্রবেশ করলে
আবার বাহিরে চলে যায়।
অপ্রকাশিত কথা অপ্রকাশিত-ই থাক
প্রকাশ পাবার আকাংখা নিয়ে ঢুকরে মরুক,
প্রকাশ পাওয়া এখন অসময়ে নিঃষ্প্রয়োজন।
কখনো কখনো সাগরের নীল আর
আকাশের নীল এক হয়ে যায়
আবার তারা
পথ চলায় পৃথক হয়ে যায়...
সব কথা একই,
সব ব্যথা একই;
কথা সব এখনো বন্ধী এখানে,
ব্যথা সব এখনো বন্ধী এখানে,
বন্ধী হয়ে থাক সারাটা জীবন।
হৃদয় তো একপ্রকার কারাগার-ই বটে...।
রিয়া হাবিব
২০০১-২০০২
ছবিসূত্র: ইন্টারনেট থেকে নেয়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


