আমি খুব একটা খেলা দেখি না। এই বিশ্বকাপে মাত্র দুটি খেলা দেখলাম। ব্রাজিল বনাম পর্তুগাল এবং আর্জেন্টিনা বনাম মেক্সিকো। খেলাদুটি দেখে আমার যা মনে হল, তাই লিখছি।
ব্রাজিল বনাম পর্তুগাল - এই খেলাটির প্রথমে খেলোয়াররা যখন মাঠে ঢুকছে তখন মনে হল এই বিশালদেহী বলিষ্ঠ ব্রাজিলিয়ানদের সাথে ক্ষীণকায় পর্তুগালের খেলোয়াড়রা কি খেলতে পারবে, কিন্তু খেলা শুরু হওয়ার পর আমার ধারণা পাল্টে দিয়ে পর্তুগাল মারমুখী হয়ে উঠলো যার ফলাফল প্রথমার্থে অনেকগুলো হলুদকার্ড। সেদিন পর্তুগাল ব্রাজিলের চেয়ে ভাল খেলেছে। তার কারণ হতে পারে ব্রাজিলের ভালো খেলোয়াড়রা ঐদিন খেলতে নামেনি। তবে পর্তুগালের খেলা আমার ভালো লেগেছে।
এবার আসি আর্জেন্টিনা বনাম মেক্সিকো। সুন্দর খেলা বলতে যা বোঝায়, আর্জেন্টিনার খেলা তারই প্রতিফলন। তবে ব্রাজিল ও আর্জেন্টিনা দু'দলের একটি বিশেষ গুণ হল, এরা খুব ভদ্র ভাবে খেলে, মারামারি-হাত ছুড়াছুড়ি খুব কম করে থাকে। আর্জেন্টিনা দলের আরেকটি বিষয় লক্ষ করলাম, বলকে গোলপোস্ট পর্যন্ত পৌঁছানোর জন্য প্রতিবারই সুপরিকল্পিতভাবে তাদের নীলনকশা বাস্তবায়ন। সেই তুলনায় মেক্সিকো মোটামুটি মানের দল, কিছুটা অনভিজ্ঞ মনে হল।
আমি খেলা খুব একটা দেখতাম না। কিন্তু এখন থেকে দেখব। দুদিন দেখে খুব মজা পাইলাম।
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১০ বিকাল ৫:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



