আজ একটি মজার খাবারের কথা লিখছি। খাবারটি হল bar-b-q set menu, প্রাপ্তিস্থান : প্রাসাদ হোটেল, কক্সবাজার।(শুধু ডিনারে পাওয়া যায়)
আমার জীবনের সর্বশ্রেষ্ঠ bar-b-q আমি এখানে খেয়েছি। এইমেনুর মধ্যে আছে চার প্রকার কাবাব। প্রথমে একটি মসলাদার এবং well-grilled chicken bar-b-q। এর সাথে একটি বীফ বটি কাবাব, একটি চিকেন রেশমী কাবাব(আমার সবচেয়ে ভাল লেগেছে) এবং একটি ফিস গ্রীল। কাবাব গুলোর সাথে দেয়া হ্য় একটি গারলিক নান, যার উপর পুরু মাখনের প্রলেপ দেয়া থাকে।
পুরো meal টি শেষ করার পর আপনাকে কিছুক্ষণ বীচে হাঁটতে হতে পারে। আমি পুরো meal টি কখনই শেষ করতে পারি না। কিন্তু যতবারই খেয়েছি পরম তৃপ্তি পেয়েছি।
যারা কক্সবাজার যাবেন অবশ্যই এই আইটেমটি একবার হলেও টেস্ট করবেন। আশা করি ভালো লাগবে।
বি: দ্র: meal টির মূল্য ৪২৫ টাকা মাত্র।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



