সারাদিনটা দিন বসে রই দেখার অপেক্ষায়,
তুমি ফিরে চাইলে আমার ইচ্ছে পূরণ হয়।
তোমায় ফিরে চাইনি বলে রাগ করেছ বুঝি,
চোখ মেলিয়া তোমায় দেখি স্বপ্নে তোমায় খুঁজি।
দুচোখ ভরে জমে আছে কত মনের কথা,
না তাকালে কথা গুলো পাবে মনে ব্যাথা।
তোমার চোখে চোখ রাখিনি তাই এত অভিমান,
চোখের মা্য়ায় জড়িয়ে গেলে দিতে হত প্রাণ।
হাতটি ধরে মেঘের পরে হাঁটতে আমি চাই,
হাতটি ছেড়ে চলে যাবার সুযোগ তোমার নাই।
তোমার হাতে হাত রাখিনি কাঁদছ তুমি তাই,
এ হাত ধরে রাখার মত উপা্য় আমার নাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



