তোমার এ প্রেম পূর্ণতা পায় তোমার বিদায় বেলায়,
দুঃখ আমার সুখ পাখি হয়ে তোমার মাঝে হারায়।
হৃদয় আমার জুড়ে আছে তোমার হৃদয় পাশে,
বিদায় তোমায় দেবোই তবু হৃদয় প্রেমে হাসে।
দুটি হৃদয় পাশাপাশি করছে কানাকানি,
যাচ্ছি চলে তাও আমায় পরবে মনে জানি।
সত্যি তোমায় পরবে মনে শিশির ভেজা ভোরে,
পরবে মনে গল্প চলা প্রতি চাঁদনি রাতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



